১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,সকাল ৮:২৫

খুলনায় ৫ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী “বাংলাদেশী এবং সুইডিশ বাবা”র উদ্বোধন

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৫

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক:
সন্তানের প্রতি সক্রিয় যত্নবান বাবাদের ক্রমবর্ধমান ভূমিকাগুলিকে তুলে ধরতে এবং ঐতিহ্যগত লিঙ্গ স্টিরিওটাইপ গুলিকে চ্যালেঞ্জ করার লক্ষে নগরীতে আলোকচিত্র প্রদর্শনী “বাংলাদেশী এবং সুইডিশ বাবা” উদ্বোধন করা হয়েছে। যা চলবে ৫ দিন ধরে আগামী ১২ জানুয়ারি রবিবার পর্যন্ত। বুধবার (৮ জানুয়ারি) দুপুর ২ টায় নগরীর জাতিসংঘ পার্কে বাংলাদেশে সুইডিশ রাষ্ট্রদূত এইচ. ই. নিকোলাস উইকস ফিতা কেটে এই প্রদশনীর উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আফরিন, পুলিশ সুপারের প্রতিনিধি শেখ ইমরান, খুলনা সিটি কর্পোরেশনের প্রতিনিধি জান্নাতুল আফরোজ (সিআরও), জেলা মহিলা বিষয়ক সংস্থার প্রতিনিধি সাজিয়া আফরিন সিদ্দিকীসহ আরও অনেকে।
বাংলাদেশে সুইডেনের দূতাবাস, ইউএনডিপি, ইউএনএফপিএ এবং ইউএন ওমেন এর সহযোগিতায় এই প্রদর্শনীতে বাংলাদেশী বাবাদের ২৩ টি ফটোগ্রাফ প্রদর্শন করা হয়।
এর আগে গত ডিসেম্বরে ঢাকায় এ মেলা আয়োজিত হয়েছিলো। সেখানে মেলাটি সাড়ে ৩ হাজারেরও বেশি দর্শককে আকর্ষণ করেছিলো এবং বেশ ইতিবাচক সাড়াও ফেলেছিলো।

উল্লেখ্য, প্রখ্যাত সুইডিশ ফটোগ্রাফার জোহান বাভম্যানের পুরস্কার বিজয়ী “সুইডিশ ড্যাড্স” থেকে অনুপ্রেরণা নিয়ে বাংলাদেশী প্রেক্ষাপটে এ প্রদর্শনীটির আয়োজনের লক্ষে অনলাইনে মাসব্যাপী প্রতিযোগিতার মাধ্যমে ১শ’টি গল্প ও ছবি জমা পড়ে। এরমধ্যে জুরি বোর্ড ২৩ জন বাবাকে নির্বাচিত করেন এ প্রদর্শনীর জন্য।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন