২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ১:৪৪

দেশের মানুষ আওয়ামী ‘লীগকে আবারও ক্ষমতায় দেখতে চায়-এমপি সালাম মূর্শেদী

প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৩

  • শেয়ার করুন

খবর বিজ্ঞপ্তির : খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, দেশের অভূতপূর্ব উন্নয়ন দেখে দেশের মানুষ আওয়ামী লীগকে ফের রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায়। তিনি বলেন, শেখ হাসিনার সরকারের উন্নয়নের সাফল্যের কথা দ্বারে দ্বারে গিয়ে বুঝাতে হবে।
এমপি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন একজন ইসলামপ্রেমী মানুষ, বিধায় তিনি ইসলামি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন। আজ তারই সুযোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ৫৬৪টি মডেল মসজিদ নির্মাণ করেছেন। তিনি বলেন, আজ ৫০ বছরের বাংলাদেশে আইন-শৃঙ্খলাার ব্যাপক উন্নয়ন হয়েছে। নতুন ১০৩টি শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ হয়েছে। শত বছরের বাংলাদেশ কেমন হবে তারও একটি রূপ রেখা করেছেন রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। এ কারণেই বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই দেওয়ায় ব্যবস্থা করেছেন। এমপি বলেন, বিএনপি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে ভয় পাচ্ছে, বিধায় ওরা শুধু তত্ত্বাবধাক সরকারের কথা বলছে। সালাম মূর্শেদী বলেন, আওয়ামী লীগের প্রত্যেকটি নেতা-কর্মী মহামারী করোনার সময় সেবক হিসেবে কাজ করছেন।
মঙ্গলবার (২৯ আগস্ট) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বললে। বেলা ১১টায় এ্যাপেক্স মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তুর স্থাপন করেন। এর পর জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন এমপি আব্দুস সালাম মূর্শেদী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও এ্যাপেক্স মাধ্যমিক বালিকা বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মহিউদ্দিন মল্লিক।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি খাঁন নজরুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, সেনহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কামাল উদ্দিন সিদ্দিকী হেলাল, গাজীরহাট ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম ঠান্ডা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুদ্দিন লস্কর। এ সময় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন চন্দনী মহল সাংগঠনিক ইউনিয়নের ৬নং ওয়ার্ড আ’লীগ সভাপতি গাজী জাফর, সাধারণ সম্পাদক মল্লিক মিজান, ৫নং ওয়ার্ড আ’লীগ সভাপতি গাজী আলিার রহনা। মানপত্র পাঠ করেন বিদ্যালয়ের শিক্ষার্থী হাসনা হেনা।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন