১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার,ভোর ৫:১০

তালিকাভুক্ত সন্ত্রাসী ট্যারা মোস্ত গ্রেপ্তার

প্রকাশিত: আগস্ট ৯, ২০২৩

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক : খুলনা মহানগর পুলিশের (কেএমপি) বিশেষ অভিযানে দীর্ঘদিনের তালিকাভুক্ত সন্ত্রাসী, ভূমিদস্যু, চাঁদাবাজ, শেখ গোলাম মোস্তফা ওরফে ট্যারা মোস্তকে গ্রেপ্তার করা হয়েছে। আটক ট্যারা মোস্ত ওই এলাকার শেখ আবুল হোসেনের ছেলে।

পুলিশ কমিশনার মো: মোজাম্মেল হক বুধবার কেএমপি’র সদর দপ্তরস্থ সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং করে এই তথ্য জানান।

জানা গেছে, বুধবার (৯ আগস্ট) দিবাগত রাত ১টায় লবণচরা থানার একটি টিম একই থানাধীন বান্দাবাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক (গ্রেপ্তার সূত্রঃ লবণচরা থানার মামলা নং-০৪, তারিখ-০৯/০৮/২০২৩ খ্রিঃ, ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩৮৫/৩৮৬/৩৮৭/৪৪৮/ ৪২৭/৫০৬(২) পেনাল কোড) করতে সক্ষম হয়।

আসামীর নামে খুলনা জেলা ও খুলনা মহানগরীর বিভিন্ন থানায় ৮ টি হত্যা, ৪টি চাঁদাবাজি, ১টি জালিয়াতি, ১টি অস্ত্র আইনে ছাড়াও বিভিন্ন ধারায়-১২ টি মামলাসহ সর্ব মোট ২৬ টি মামলা রয়েছে।

 

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন