৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,সকাল ৯:৫৭

শিরোনাম
খুলনায় ১৯ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও আর্থিক সুবিধা প্রদান সিএসএস মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম’র খুলনার সেনের বাজার সিএসএস কার্যালয়ে রেভারেন্ড পল মুন্সী স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প খুলনায় “মহাসড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা বিধানে অংশীজনদের সাথে মতবিনিময় সভা” অনুষ্ঠিত খুলনায় “৫ বছরের জন্য শিশু কল্যাণে যৌথ পরিকল্পনা প্রণয়ন কর্মশালা” ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ২ দিনব্যাপী “শিশু কল্যাণে পরিকল্পনা প্রণয়ন কর্মশালা-২০২৫” এর সমাপনী অনুষ্ঠিত শহীদ সাকিবের কবর জিয়ারতের মাধ্যমে খুলনায় এনসিপি’র কার্যক্রম শুরু নগরীতে সন্ত্রাসীদের সঙ্গে যৌথবাহিনীর গোলাগুলি, পলাশসহ গ্রেপ্তার ১১ খুলনায় পদ্মা ব্যাংকে জমানো অর্থ ফেরত না পেয়ে বিপাকে গ্রাহকরা, ব্যাংকের সামনে বিক্ষোভ সকল শহীদের প্রতি প্রধান উপদেষ্টার বিনম্র শ্রদ্ধা

ডাক্তার তারিমের ডায়গনস্টিক সেন্টারকে লাখ টাকা জরিমানা

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৪

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক : প্রশ্নপত্র ফাঁস চক্রের হোতা ডাক্তার ইউনুস খান তারিমের মালিকানাধীন খুলনার ফাতিমা হসপিটাল এন্ড ডায়গনস্টিক সেন্টার মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার করে সেবা প্রদান করে আসছে। ভোক্তা অধিকার দপ্তরের অভিযানে বিষয়টি ধরা পড়ায় গুণতে হয়েছে এক লাখ টাকা জরিমানা।
খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিম জরিমানা করার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ডায়গনস্টিক সেন্টার ছাড়াও বগুড়া সুইটসকেও ৬ হাজার টাকা জরিমানা করা হয়।


উপপরিচালক মোহাম্মদ সেলিম জানান, নগরীর রয়্যাল মোড়ে অবস্থিত ফাতিমা হসপিটাল এন্ড ডায়গনস্টিক সেন্টার মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার করে দীর্ঘদিন ধরে রোগীদের সেবা প্রদান করে আসছিলো এমন অভিযোগের প্রেক্ষিতে আজ বিকালে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় একলাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়া একই এলাকার বগুড়া সুইটসকে উৎপাদিত দইয়ের মেয়াদ উত্তীর্ণ তারিখ ও মুল্য উল্লেখ না করার অপরাধে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে সরকার নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং কেউ সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্য নিলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেয় হয় বলেও জানান এই কর্মকর্তা।
খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিম এর নেতৃত্বে আজকের অভিযানে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ওয়ালিদ বিন হাবিব, ক্যাব খুলনার সদস্য জেড. এন. সুমন ও আনসার সদস্যবৃন্দ।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন