২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার,সকাল ১১:৫৯

জল্পনার অবসান ঘটিয়ে এক হচ্ছেন শাকিব-অপু!

প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২২

  • শেয়ার করুন

জল্পনার অবসান ঘটিয়ে একসাথে ঘর বাঁধবে শাকিব-অপু। ঢাকাই সিনেমার শীর্ষ অভিনেতা শাকিব ও অপু আবারো একসাথে ঘর বাঁধবে এমনই গুঞ্জন শোনা যাচ্ছে।

ঢালিউড তারকা শাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাসের সম্পর্কের লিখিত চুক্তি বাতিল হয়েছে বেশ আগেই। তবে এই সম্পর্কটা শীতল রেখেছে আব্রাম খান জয়।

মঙ্গলবার ৬ বছর পূর্ণ করেছে তাঁদের সন্তান আব্রাম খান জয়। সেই কারণে আবারও এক হয়েছেন ঢালিউডের এক সময়ের আলোচিত এই জুটি। দুজনে মিলে মঙ্গলবার রাতে একসাথে সন্তানের ষষ্ঠ জন্মদিন পালন করেছেন।এদিন সন্ধ্যায় শাকিব খানের বাসায় কেক কাটে আব্রাম খান। সেখানে মা অপু বিশ্বাসও যান। আব্রাম তার বাবা শাকিব খান, দাদা-দাদি, ফুফু ও ফুফুর ছেলে-মেয়ের সঙ্গে কেক কাটে। কেক কাটার অনুষ্ঠানের কয়েকটি স্থিরচিত্র অপু বিশ্বাস তাঁর ফেসবুক পেজে শেয়ার করে লিখেছেন, ‘সুখী পরিবারের কিছু মুহূর্ত, আমাদের জন্য সবাই দোয়া করবেন।’

মঙ্গলবার গভীর রাতে ফেসবুকে ছবিগুলো শেয়ার করা হলেও সঙ্গে সঙ্গে তা ছড়িয়ে পড়ে। বুধবার দিনভর দুই তারকার ভক্তরা তাঁদের ফেসবুকে শেয়ার করেছেন ছবিগুলো। অপু জানান, মঙ্গলবার সন্ধ্যায় একটা অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানে শেষ করে আব্রামের দাদার বাড়িতে গিয়েছিলেন তিনি। বলেন, ‘আব্রামের দাদার বাড়িতে গিয়ে দেখি, তাঁর ফুফু আয়োজন করেছেন। তারপর আমরা সবাই আব্রামকে নিয়ে কেক কাটি।’

অপু আরও বলেন, ‘এখন দাদা-দাদি ছাড়া কিছুই বোঝে না আব্রাম। অনেক দিন আমার বাসায় থাকলেও এখন দাদার বাড়িই যেন তার আপন বাড়ি হয়ে গেছে। দাদা বলতে সে পাগল। দাদাও আব্রাম ছাড়া যেন থাকতে পারেন না। দুজনের দারুণ সম্পর্ক।’

২০১৭ সালে বিচ্ছেদের পর ছেলের এবারের জন্মদিনে এক জায়গায় কেক কাটতে দেখা গেল শাকিব খান ও অপু বিশ্বাসকে। আর কেক কাটার স্থিরচিত্র অপু বিশ্বাসও তাঁর ফেসবুকে পোস্ট করেন, আলাদা কয়েকটি ছবিতে শাকিব খানকেও দেখা গেছে।
জানা গেছে, এবার ছেলের জন্মদিনে শাকিব খানের বাসায় বেশ খানিকটা সময় কাটিয়েছেন তিনি। শাকিবের সঙ্গে কথা হয়েছে কি না, জানতে চাইলে বললেন, ‘আমরা তো বোবা নই। কথা তো টুকটাক হয়। শাকিব একজন ভালো মনের মানুষ।’

আমাদের জন্য সবাই দোয়া করবেন।’ শেষ অংশে নায়িকা জুড়েছেন পরিবারের ভালোবাসা, সুখী পরিবার হ্যাশট্যাগও।

শাকিব খান ২০০৮ সালের ১৮ এপ্রিল গুলশানের বাড়িতে কঠোর গোপনীয়তায় নিজের সর্বাধিক সিনেমার নায়িকা অপু বিশ্বাসকে বিয়ে করেন। প্রায় ১০ বছর পর এক সন্তানের খবরের সঙ্গে নিজেদের বিয়ের খবর গণমাধ্যমে নিয়ে আসেন অপু। এসব কারণে ২০১৭ সালের ২২ নভেম্বর শাকিব বিচ্ছেদের জন্য আবেদন করেন। ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি এই দম্পতির বিচ্ছেদ হয়। শাকিব-অপুর ১০ বছরের সংসারে একটি ছেলেসন্তানের জন্ম হয়। বিচ্ছেদের পর থেকে জয় মায়ের সঙ্গে থাকে। পড়াশোনা করে ঢাকা ইন্টারন্যাশনাল স্কুলে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন