২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ২:০০

চীনের করোনা ভ্যাকসিন ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন পেলো বাংলাদেশ

প্রকাশিত: জুলাই ১৯, ২০২০

  • শেয়ার করুন

চীনের বহুল আলোচিত করোনাভাইরাসের ভ্যাকসিনের তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য বাংলাদেশ অনুমোদন পেল।

বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল বি এম আর সি আর সি আজ এই অনুমোদন দিয়েছে।
আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) এই ট্রায়াল বাস্তবায়ন করবে। বিশেষ করে দেশে করোনা আক্রান্ত মানুষের ওপর ওই ভ্যাকসিনের প্রয়োগ করে কার্যকারিতা পরীক্ষা করা হবে বলে বিএমআরসি সূত্র জানিয়েছে।

আইসিডিডিআরবি স্বাস্থ্য অধিদপ্তরের কাছ থেকে অনুমতি নিয়ে নিজেরাই নির্ধারিত কিছু হাসপাতালে এই ট্রায়াল পরিচালনা করবে বলে জানা গেছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন