প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২২
প্রতিনিধি চিতলমারী বাগেরহাটঃ
বাগেরহাটের চিতলমারী উপজেলাসহ সারাদেশে একযোগে ১ যুগ পরে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
চিতলমারীতে ১১১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১২ টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৮২ জন ছাত্র/ছাত্রী বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে। ৩০ ডিসেম্বর সকাল ১০ টায় উপজেলার এ কে ফয়জুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের কক্ষে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান এই ৪ বিষয়ে প্রত্যেক বিষয়ে ২৫ নম্বর করে ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ছাত্র /ছাত্রীরা স্বতঃস্ফূর্ত ভাবে পরীক্ষায় অংশ গ্রহণ করে এবং এক যুগ পরে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় ছাত্র /ছাত্রীদের অভিভাবক বৃন্দ খুবই আনন্দিত।
এস কে সাজেদুল হক (সাজ্জাদ)
চিতলমারী বাগেরহাট
০১৭৩০১৭৫৩৪০।