১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ১০:৫০

চিতলমারীতে স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৩

  • শেয়ার করুন

প্রতিনিধি চিতলমারী বাগেরহাটঃ
বাগেরহাটের চিতলমারীতে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ২৪/৭(সার্বক্ষণিক) স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি গত ২৭ ফেব্রুয়ারি সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাঃ মোঃ মাহমুদুর রহমান, পরিচালক (এমসিএইচ-সার্ভিসেস) এবং লাইন ডাইরেক্টর (এমসিআরএইচ) পরিবার পরিকল্পনা অধিদপ্তর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আকিব উদ্দিন উপ-পরিচালক , পরিবার পরিকল্পনা বাগেরহাট,উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েদা ফয়জুন্নেছা,ভাইস চেয়ারম্যান সাবেরা কামাল স্বপ্না, ডাঃ মোঃ মামুন হাসান, ওসি তদন্ত মোঃ লিয়াকত আলী। এসময়ে আরো উপস্থিত ছিলেন, সরকারি কর্মকর্তা গণ,ইউপি চেয়ারম্যান বৃন্দ, ইউনিয়ন স্বাস্থ্যকর্মী বৃন্দ, সুধীজন ও স্থানীয় সাংবাদিক সহ আরো অনেকে।
অনুষ্ঠানের ব্যবস্থাপনায় এমসিএইচ- সার্ভিসেস ইউনিট পরিবার পরিকল্পনা অধিদপ্তর এবং আয়োজনে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়।
উক্ত আলোচনা সভায় বক্তারা গর্ভবতী নারীর চেকআপ, সন্তান প্রসব,নরমাল ডেলিভারি এবং সিজারের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
এস কে সাজেদুল হক( সাজ্জাদ)
চিতলমারী বাগেরহাট
০১৭৩০১৭৫৩৪০।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন