১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,দুপুর ২:৩৭

চিতলমারীতে শেখ রাসেল দিবস ২০২২ উদযাপিত

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২২

  • শেয়ার করুন

প্রতিনিধি চিতলমারী বাগেরহাটঃ
বাগেরহাটের চিতলমারীতে উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল দিবস ২০২২ উদযাপিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সাইয়েদা ফয়জুন্নেছার সভাপতিত্বে ১৮ অক্টোবর সকাল ৯ -৩০ মিনিটে উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেছে উপজেলা আইসিটি বিভাগ।
শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে প্রথমে সকাল ৯টায় শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং রাসেলসহ ৭৫ এ শাহাদাত বরণ কারী সকলের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। পরে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালী শহরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্ত্বরে এসে সমাপ্ত হয় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে “শেখ রাসেল নির্মলতার প্রতীক দূরন্ত প্রাণবন্ত নির্ভীক” এর উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবু অশোক কুমার বড়াল। আরো বক্তব্য রাখেন জনাব মোঃ মাহাতাবুজ্জামান ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান জনাব সাবেরা কামাল স্বপ্না উপজেলা পরিষদ, বক্তব্য রাখেন জনাব বাবুল হোসেন খান সভাপতি উপজেলা আওয়ামী লীগ।
এছাড়াও উপস্থিত ছিলেন জনাব মোঃ নিজামুদ্দিন ইউপি চেয়ারম্যান, বেদবতী মিস্ত্রী সহকারী কমিশনার ভূমি, ডাঃ এম আর ফরাজী, আইসিটি অফিসার মোঃ আসাদুজ্জামান, মোঃ আমিনুল ইসলাম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, মোঃ সোহরাব হোসেন যুব উন্নয়ন কর্মকর্তা সহ প্রমূখ, মোঃ লিটন মুন্সি সাধারণ সম্পাদক উপজেলা ক্রীড়া সংস্থা, বীর মুক্তিযোদ্ধা গণ, সুধীজন,প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক ও ছাত্র-ছাত্রী বৃন্দ এবং স্থানীয় সাংবাদিক বৃন্দ।
উক্ত অনুষ্ঠানে বিজয়ী ছাত্র -ছাত্রীদের পুরষ্কার বিতরণ করা হয়।
এস কে সাজেদুল হক (সাজ্জাদ)
চিতলমারী বাগেরহাট
০১৭৩০১৭৫৩৪০।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন