২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার,সকাল ৭:৩৬

চিতলমারীতে জুম্মার দিনে মসজিদের শুভ উদ্বোধন

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২২

  • শেয়ার করুন

প্রতিনিধি চিতলমারী বাগেরহাট
বাগেরহাটের চিতলমারীতে আড়ুয়াবর্ণি চর পাড়া মোহাম্মদ নগর রত্তন আলী খান ফাউন্ডেশন জামে মসজিদের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
২২ এপ্রিল ২০২২ রোজ শুক্রবার রত্তন আলী খান ফাউন্ডেশন জামে মসজিদের শুভ উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
পৃষ্ঠপোষকতায় রয়েছেন, জনাব বাবুল হোসেন খান সভাপতি উপজেলা আওয়ামী লীগ।খান সাহেবের পিতার ৩২ শতাংশ জায়গার উপর মসজিদ এবং কবরস্থান নির্মিত হয়েছে। মাওলানা মোহাম্মদ আলী সাহেব জুম্মার নামাজের পূর্বে ধর্মীয় বয়ান পেশ করেন এবং ১-৪০ মিনিটে শতাধিক মুসল্লী নিয়ে জুম্মার নামাজ আদায় করেন।নামাজ শেষে উপস্থিত /অনুপস্থিত, মৃত ব্যক্তিদের এবং মসজিদ ও কবরস্থান সহ যাবতীয় কাজের জন্য আল্লাহ তায়ালার দরবারে প্রার্থনা করা হয়।
উল্লেখ্য এখানে মসজিদ, কেরাত খানা, হেফজ খানা,মহিলা মাদ্রাসা, ইয়াতিম খানা,ঈদমাঠ ও কবরস্থানের কাজ চলছে।
এস কে সাজেদুল হক (সাজ্জাদ)
চিতলমারী বাগেরহাট
০১৭৩০১৭৫৩৪০।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন