১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,দুপুর ২:৪৬

শিরোনাম
খুলনায় ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখীকরণ বিষয়ক সচেতনতা সভা করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনার লবণচরায় পিওর আর্থ এর সীসা দূষণ সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত খুলনা মহানগরীতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র “ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখীকরণ বিষয়ক সংলাপ” মোংলা বন্দরের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন খুলনায় ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা’ শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত ব্যাংকিং সেক্টরে এস আলমের একচ্ছত্র নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠাসহ ৫ দফা দাবিতে খুলনায় সংবাদ সম্মেলন খুলনার তেরখাদায় নৌবাহিনীর অভিযানে অবৈধ কারেন্ট জাল ও চায়না দোয়ারী জাল আটক খুলনা মহানগরীর ১ ও ২৫নং ওয়ার্ডকে শিশুশ্রমমুক্ত ঘোষণা

গোপালগঞ্জে বাসচাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত, আহত ৩

প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২১

  • শেয়ার করুন

গোপালগঞ্জে বাসের চাপায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম শুভ (২২) নিহত হয়েছেন। এতে আরো দুই শিক্ষার্থীসহ আরো তিনজন আহত হয়েছেন।
সোমবার (২৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।গোপালগঞ্জ সদর থানার ওসি মনিরুল ইসলাম সড়ক বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রিয়াজুল ইসলাম শুভ গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অনার্স ২য় বর্ষের শিক্ষার্থী। তিনি বগুড়া জেলার কাহালু উপজেলার শাসছুল ইসলামের ছেলে।

ওসি মনিরুল ইসলাম জানান, একটি ভ্যানে করে নিহত শিক্ষার্থী রিয়াজুলসহ তিন শিক্ষার্থী ঘোনাপাড়ায় দিকে যাচ্ছিলেন। এসময় ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের উপর ওঠে গেলে খুলনাগামী দোলা পরিবহনের একটি বাস ভ্যানটিকে চাপা দেয়। এতে ওই শিক্ষার্থীসহ চারজন আহত হন। পরে তাদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার রিয়াজুল ইসলাম শুভকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। তবে নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাজিউর রহমান বলেন, আজ জোহর বাদ নিহত শিক্ষার্থীর জানাযা বিশ্ববিদ্যালয় ক্যম্পাসে অনুষ্ঠিত হবে। পরে গ্রামে বাড়িতে তার মরদেহ দাফন করা হবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন