১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সকাল ১০:৩০

শিরোনাম
মহেশখালীতে নৌবাহিনীর অভিযানে বিদেশি অস্ত্রসহ ৩ সন্ত্রাসী আটক রোববার থেকে শুরু হচ্ছে টিসিবির পণ্য বিক্রি রাষ্ট্র মেরামতের ভিত্তি হবে অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন : তারেক রহমান মহেশখালীতে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করেছে বাংলাদেশ নৌবাহিনী নতুন ঠিকাদার করবে কয়রা-বেতগ্রাম আঞ্চলিক মহাসড়ক নির্মাণ প্রকল্পের কাজ খুলনায় শেখ হাসিনার চাচাতো ভাইসহ ৬ জনের নামে মামলা বিদ্যুৎ কোম্পানিগুলোকে পুনর্গঠন করতে চাই-বিদ্যুৎ উপদেষ্টা বন্যা কবলিত এলাকায় ফিল্ড ও ভ্রাম্যমাণ হাসপাতালের মাধ্যমে নৌবাহিনীর চিকিৎসা সেবা প্রদান পাইকগাছায় দুর্গত মানুষের জন্য মানবিক সহায়তার কাজ করছে বাংলাদেশ নৌ-বাহিনী

গোপালগঞ্জে চিকিৎসক দম্পত্তির ওপর হামলা

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২০

  • শেয়ার করুন

গোপালগঞ্জে চিকিৎসক দম্পত্তির ওপর হামলা
গোপালগঞ্জে চিকিৎসাধীন হামলায় আহত ডা. চিন্ময় দত্ত। ছবি: ইত্তেফাক
গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের ডেন্টাল সার্জন ডা. চিন্ময় দত্ত ও তার স্ত্রী সঞ্চিতা দত্তের ওপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল ১০টার দিকে গোপালগঞ্জ শহরের পাওয়ার হাউজ রোডে এ হামলার ঘটনা ঘটে। আহত ওই দম্পতিকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিকিৎসাধীন ডা. চিন্ময় বলেন, সকালে পাওয়ার হাউজ রোডের ভাড়া বাসা থেকে একই এলাকায় আমার নির্মাণাধীন বাড়ির কাজ দেখতে যাচ্ছিলাম। পথে ৮/১০ জনের একদল সন্ত্রাসী আমার ওপর হামলা করে। স্ত্রী সঞ্চিতা দত্ত খবর পেয়ে এগিয়ে এলে সেও ওই সন্ত্রাসীদের হামলার শিকার হয়। আমাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন, গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. হুমায়ুন কবির এ ঘটনায় নিন্দা জানিয়ে বলেন, জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের আওতায় আনতে হবে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) হযরত আলীর বলেন, লিখিত অভিযোগ দায়ের করতে বলেছি। অভিযোগ পাওয়ার পর তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন