গোপালগঞ্জে চিকিৎসক দম্পত্তির ওপর হামলা
গোপালগঞ্জে চিকিৎসাধীন হামলায় আহত ডা. চিন্ময় দত্ত। ছবি: ইত্তেফাক
গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের ডেন্টাল সার্জন ডা. চিন্ময় দত্ত ও তার স্ত্রী সঞ্চিতা দত্তের ওপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল ১০টার দিকে গোপালগঞ্জ শহরের পাওয়ার হাউজ রোডে এ হামলার ঘটনা ঘটে। আহত ওই দম্পতিকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চিকিৎসাধীন ডা. চিন্ময় বলেন, সকালে পাওয়ার হাউজ রোডের ভাড়া বাসা থেকে একই এলাকায় আমার নির্মাণাধীন বাড়ির কাজ দেখতে যাচ্ছিলাম। পথে ৮/১০ জনের একদল সন্ত্রাসী আমার ওপর হামলা করে। স্ত্রী সঞ্চিতা দত্ত খবর পেয়ে এগিয়ে এলে সেও ওই সন্ত্রাসীদের হামলার শিকার হয়। আমাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন, গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. হুমায়ুন কবির এ ঘটনায় নিন্দা জানিয়ে বলেন, জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের আওতায় আনতে হবে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) হযরত আলীর বলেন, লিখিত অভিযোগ দায়ের করতে বলেছি। অভিযোগ পাওয়ার পর তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত