৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার,সন্ধ্যা ৬:৪৫

শিরোনাম
মোংলা বন্দরের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন খুলনায় ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা’ শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত ব্যাংকিং সেক্টরে এস আলমের একচ্ছত্র নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠাসহ ৫ দফা দাবিতে খুলনায় সংবাদ সম্মেলন খুলনার তেরখাদায় নৌবাহিনীর অভিযানে অবৈধ কারেন্ট জাল ও চায়না দোয়ারী জাল আটক খুলনা মহানগরীর ১ ও ২৫নং ওয়ার্ডকে শিশুশ্রমমুক্ত ঘোষণা খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর পূনঃ সবুজায়ন কার্যক্রম উদযাপন এবং সমন্বিত সবুজ বিদ্যালয় ঘোষণা অনুষ্ঠিত মারধরের মামলায় খুলনা জেলা কারাগারে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টী সত্যানন্দ দত্ত নতুন করারোপ ছাড়া কেসিসির ৭১৯ কোটি টাকার বাজেট ঘোষণা

খুলনা ও সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে বিআরটিএর চেক বিতরণ

প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৫

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক:
সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের অনুকূলে ক্ষতিপূরণ হিসেবে চেক বিতরণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। ট্রাস্টি বোর্ডের তহবিল থেকে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে খুলনা জেলা প্রশাসনের সহযোগিতায় বিআরটিএ খুলনা সার্কেল কার্যালয়ের সভাকক্ষে এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিআরটিএ চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মমতাজ সাদ উদ্দিন আহমেদ।

এসময় তিনি বলেন, যেখানেই দুর্ঘটনার সংবাদ পাওয়া যাবে, সেখানেই বিআরটিএ কর্মকর্তারা উপস্থিত হবেন। যদি দুর্ঘটনায় কেউ মারা যান, সেক্ষেত্রে মৃত ব্যক্তির দাফন বা সৎকার পর্যন্ত কর্মকর্তারা পরিবারের সঙ্গে থাকবেন। একই সঙ্গে ক্ষতিপূরণের ফরম সরাসরি পরিবারের হাতে পৌঁছে দেওয়া হবে।
তিনি আরও জানান, সড়কে দুর্ঘটনা কমাতে সরকার ইতোমধ্যেই নানা পদক্ষেপ নিয়েছে। বিশেষ করে ফিটনেসবিহীন গাড়ি সড়কে চলাচল বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এই ধরনের গাড়ির বিরুদ্ধে আরও জোরালো অভিযান পরিচালনা করা হবে।
অনুষ্ঠানে খুলনার ৮টি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে চেক হস্তান্তর করা হয়। এর আগে সকালে সাতক্ষীরায় আয়োজিত পৃথক এক অনুষ্ঠানে আরও ৬টি পরিবারের হাতে চেক তুলে দেওয়া হয়। নিহত পরিবারের অনুকূলে প্রত্যেককে ৫ লাখ টাকা করে অনুদান এবং আহতদের পরিস্থিতি অনুযায়ী আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
চেক বিতরণ অনুষ্ঠানে খুলনা বিআরটিএর উপ-পরিচালক ওসমান সরোয়ার আলম, বাস মালিক সমিতি ও ট্রাক মালিক সমিতির নেতৃবৃন্দ, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং বিআরটিএর অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিআরটিএ সূত্রে জানা গেছে, স্থায়ী অনুসন্ধান কমিটির সুপারিশের ভিত্তিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়। নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন