১৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,সকাল ৯:৩৩

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর পূনঃ সবুজায়ন কার্যক্রম উদযাপন এবং সমন্বিত সবুজ বিদ্যালয় ঘোষণা অনুষ্ঠিত মারধরের মামলায় খুলনা জেলা কারাগারে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টী সত্যানন্দ দত্ত নতুন করারোপ ছাড়া কেসিসির ৭১৯ কোটি টাকার বাজেট ঘোষণা অশ্রুসিক্ত হৃদয়ে খুলনায় পালিত হলো ইমাম হুসাইন (আ.)’র পবিত্র চেহলাম খুলনা ও বরগুনায় নৌবাহিনীর যৌথ অভিযানে মাদকসহ আটক-৩ খুলনায় মাদক ব্যবসায়ী কর্তৃক হয়রানী থেকে বাঁচতে ও তাদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন খুলনায় নারী-পুরুষ সম্পর্কিত প্রচলিত ভুল ধারণা মোকাবিলায় অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত খুলনায় ১৩ মাস বেতন না পেয়ে কর্মবিরতিতে আউটসোর্সিং কর্মচারীরা, অচল ৯ উপজেলার স্বাস্থ্যসেবা নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

খুলনায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের কিশোর-কিশোরীরা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত: জুন ২৫, ২০২৪

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক:

‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের কিশোর-কিশোরীরা’ শীর্ষক সেমিনার মঙ্গলবার সকালে খুলনা হোটেল সিটি ইনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভানেত্রী ডাঃ তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, আজকের কিশোর-কিশোরীরা আগামী দিনের ভবিষ্যৎ। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এই নতুন প্রজন্মই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সমাজের কিশোর গ্যাং অপরাধ দমনে আমাদের সকলের কাজ করতে হবে। সন্তানরা কী করে, কোথায় যায় তা অভিভাবকদের খোঁজ নিতে হবে। তাঁরা আরও বলেন, বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) প্রতিষ্ঠালগ্ন থেকে সামাজিক-সচেতন ও উন্নয়নমূলক কর্মকান্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। বিপথগামী শিশুদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। স্নেহ-ভালোবাসা দিয়ে শিশু-কিশোরদের পাশে দাঁড়াতে সমাজের সকল সচেতন নাগরিকদের প্রতি আহবান জানান অতিথিরা।
খুলনা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উপদেষ্টা রওশন জাহান নূপুরের সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন খুলনা সরকারি বজ্রলাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শরীফ আতিকুজ্জামান। অনুষ্ঠানে খুলনা মেডিকেল কলেজের মানসিক রোগ বিশেষজ্ঞ ডাঃ সোহেল হাসান, প্রবেশন অফিসার আবুল হাসনাত লিখন, জেলা লিগ্যাল এইড অফিসার মোঃ শরিফুর রহমান, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন। সেমিনারে বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, কিশোর-কিশোরী ও অভিভাবকরা অংশ নেন। খুলনা পুনাক এই অনুষ্ঠানের আয়োজন করে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন