১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ১:১৯

খুলনায় যুবলীগ নেতা শহীদ আলী সড়ক দূর্ঘটনায় নিহত

প্রকাশিত: জুন ২৭, ২০২০

  • শেয়ার করুন

খুলনা মহানগর যুবলীগের সাবেক সদস্য ও সোনাডাঙ্গা থানা যুবলীগের যুগ্ম- আহবায়ক শেখ শহীদ আলী (৩৫) সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন।

শনিবার (২৭ জুন) ভোরে দিনাজপুর থেকে খুলনায় আসার পথে ঈশ্বরদীতে ট্রাক ও পিকআপকের সংঘর্ষে  ঘটনাস্থানে তার মৃত্যু হয়।

খুলনা মহানগর যুবলীগের আহবায়ক শফিকুর রহমান পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আমের ব্যবসা করা যায় কিনা সেজন্য ভাড়াই চালিত পিকআপ নিয়ে শহীদ আলী দিনাজপুর গেছিলো। ওর চাচা শুক্রবার করোনা ভাইরাসে মারা গেছেন শুনে দিনাজপুর থেকে খুলনায় উদ্দ্যেশে রওনা দেন। পথিমধ্যে ঈশ্বরদীতে ট্রাক ও পিকআপকের সংঘর্ষ হয়। এতে পিকআপের চালক বেঁচে গেলেও শহীদ আলী ঘটনাস্থানে মারা যায়। শহীদ আলীর দুই ছেলে রয়েছে। তার মৃত্যুতে দলীয় নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে  এসেছে।

পলাশ জানান, মরদেহ আনতে শহীদ আলীর বড় বোন ঈশ্বরদীর উদ্দ্যেশে রওনা দিয়েছেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন