১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার,সকাল ৬:১১

শিরোনাম
খুলনার লবণচরায় পিওর আর্থ এর সীসা দূষণ সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত খুলনা মহানগরীতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র “ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখীকরণ বিষয়ক সংলাপ” মোংলা বন্দরের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন খুলনায় ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা’ শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত ব্যাংকিং সেক্টরে এস আলমের একচ্ছত্র নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠাসহ ৫ দফা দাবিতে খুলনায় সংবাদ সম্মেলন খুলনার তেরখাদায় নৌবাহিনীর অভিযানে অবৈধ কারেন্ট জাল ও চায়না দোয়ারী জাল আটক খুলনা মহানগরীর ১ ও ২৫নং ওয়ার্ডকে শিশুশ্রমমুক্ত ঘোষণা খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর পূনঃ সবুজায়ন কার্যক্রম উদযাপন এবং সমন্বিত সবুজ বিদ্যালয় ঘোষণা অনুষ্ঠিত

খুলনায় নিরাপত্তা ও ট্রাফিকের দায়িত্বে প্রায় ২ হাজার ২শ’ আনসার ও ভিডিপি

প্রকাশিত: আগস্ট ৮, ২০২৪

  • শেয়ার করুন

দেশের চলমান অস্থিরতায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, খুলনা রেঞ্জের উপ-মহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী এর নির্দেশনায় খুলনার জেলা কমান্ড্যান্ট মোঃ সাইফুদ্দিন প্রায় ২ হাজার ২শ’ জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য জেলার বিভিন্ন গুরত্বপূর্ণ স্থাপনা, থানা, জেলখানা, পাড়া/মহল্লায় নিরাপত্তা এবং ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালনের জন্য নিয়োগ করেছেন।
বিভিন্ন গুরত্বপূর্ণ স্থাপনায় ৯শ’ জন আনসার সদস্য বিভিন্ন পাড়া/মহল্লায় অস্থিরতা ও চুরি ডাকাতি রোধে রাত জেগে পাহাড়ায় ১ হাজার ১শ’ জন ভিডিপি সদস্য ট্রাফিক ব্যবস্থা ভেঙ্গে পড়ায় ট্রাফিক নিয়ন্ত্রণে খুলনা মহানগরে ২০ টি গুরত্বপূর্ণ পয়েন্টে ১১৮ জন আনসার ও ভিডিপি সদস্য এবং চলমান পরিস্থিতিতে কারাগারের নিরাপত্তায় ৫০ জন এবং কয়রা ও ফুলতলা থানার নিরাপত্তায় ২০ জন আনসার ব্যাটালিয়ন সদস্য নিয়োজিত আছেন। এছাড়াও খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয় ও বাসভবন, জেলা প্রশাসকের কার্যালয় ও বাসভবন এবং সার্কিট হাউসের নিরাপত্তায় আনসার ব্যাটালিয়ন সদস্যরা মোতায়েন আছেন। বৃহস্পতিবার বেলা ১১ টায় খুলনা কারাগারের পরিস্থিতি অবনতির আশংকা দেখা দিলে প্রশাসনের অনুরোধে দ্রুত আনসার ব্যাটালিয়নের টহল টিমের সদস্যরা সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
খুলনার আনসার ও ভিডিপি রেঞ্জ কার্যালয়ের গণসংযোগ সমন্বয়কারী মোঃ ইসমাইল হোসেন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন