৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,সকাল ৬:৪৪

খুলনায় করানোর উপসর্গ নিয়ে ২ নারীর মৃত্যু

প্রকাশিত: জুন ১৩, ২০২০

  • শেয়ার করুন

খুলনায় করোনার উপসর্গ নিয়ে দুই নারীর মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাতে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা সাসপেক্টেড আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

খুলনা মেডিকাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ও করোনা ওয়ার্ডের মুখপাত্র ডা. মিজানুর রহমান জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে শাহরান (৬০) নামে এক নারী শুক্রবার রাত ১০টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা সাসপেক্টেড আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তিনি মারা যান। মৃত শাহরান যশোর জেলার বেনাপোল পোর্ট থানার মোশারফের স্ত্রী।

অপরদিকে রাবেয়া বেগম (৫৯) নামে অপর এক নারী শুক্রবার সকাল সাড়ে ১০টায় জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে খুমেক হাসপাতালের করোনা সাসপেক্টেড আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টায় তার মৃত্যু হয়। মৃত রাবেয়া বেগম খুলনা মহানগরীর খালিশপুরের ক্রিসেন্ট বাজার এলাকার আব্দুর রব মোল্লার স্ত্রী। করোনাভাইরাস পরীক্ষা করার জন্য তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। রবিবার তাদের করোনা পরীক্ষার রিপোর্ট পাওয়া যাবে বলে ডা. মিজানুর রহমান জানান।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন