২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার,বিকাল ৩:৪৪

খুলনার দিঘলিয়ায় পরিত্যাক্ত অবস্থায় দু’টি হ্যান্ড গ্রেনেড উদ্ধার

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৪

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক:
খুলনার দিঘলিয়া উপজেলার আড়ংঘাটা কাপালি পাড়া সর্বজনীন পূজা মন্দিরের পাশের একটি বাড়ি থেকে পরিত্যাক্ত অবস্থায় দুটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯ টায় কাপালি পাড়ার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা সুনীল সর্দারের বাসভবনে বাড়ি নির্মাণের কাজ করতে গিয়ে আরজেএস গ্রেনেড দুটি উদ্ধার করা হয়। নগরীর আড়ংঘাটা থানার ওসি মোঃ হাসান আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকালে কাপালি পাড়ার বাসিন্দা সুনীল সদরের বাড়ির কাজ শুরু করার সময় মাটি খুঁড়তে গিয়ে নির্মাণ শ্রমিকরা গ্রেনেড দুটি দেখতে পান এবং বিষয়টি তাৎক্ষণিকভাবে আড়ংঘাটা থানা পুলিশকে অবহিত করেন।
খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে গ্রেনেড দু’টি হেফাজত করার চেষ্টা করে। পরবর্তীতে র‌্যাবের বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে গ্রেনেড ২টি উদ্ধার করে পাশের বিলে নিয়ে যায়। সেখানেই গ্রেনেড ২ টি নিষ্ক্রিয় করা হয়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন