২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার,দুপুর ২:০৯

খুলনায় মাদক বিক্রেতাসহ গ্রেফতার ৯

প্রকাশিত: জুলাই ১২, ২০২০

  • শেয়ার করুন

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অভিযানে গত চব্বিশ ঘন্টায় নগরীর বিভিন্ন স্থান থেকে নয় মাদকবিক্রেতাকে গ্রেফতারা করেছে।  গ্রেফতারকৃতদের কাছ থেকে গাঁজা ও ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

কেএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) কানাই লাল সরকার জানান, গত ২৪ ঘন্টায় মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নয় মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলোঃ নগরীর খানজাহান আলী সড়কের শেখ আশরাফ হোসেনের পুত্র মাদক ব্যবসায়ী শেখ তওহীদ হোসেন(১৯) ও সৈয়দ আব্দুর রশিদের পুত্র আবু হাসান (২১), ৭২, গগণবাবু রোডের বাসিন্দা কাজী মাহমুদ আলমের পুত্র কাজী আফসান মাহামুদ পার্থ (২২), সাতক্ষীরা কালিগঞ্জ সনাতন কাঠী গ্রামের মোঃ গফফার গাজীর পুত্র  মোঃ বিল্লাল গাজী(৩৬) ও খুপদিপুর গ্রামের এলাহী বক্স সানার পুত্র মোঃ ইলিয়াছ সানা(২৪), খালিশপুর প্লাটিনাম জুট মিলের ০২ নং গেট এলাকার মোঃ রফিকুল ইসলামের পুত্র মোঃ তরিকুল ইসলাম বায়েজিত (২৭), শিরোমনি পূর্বপাড়ার মোঃ ইয়াহিয়া খানের পুত্র খান মেহেদী হাসান ওরফে শুভ (১৯), খালিশপুর নয়াবাটি রেলক্রস রোডের মোঃ নজরুল ইসলামের পুত্র  মোঃ আশিকুর জামান আশিক (১৮) ও হাউজিং নতুন কলোনীর মোঃ ইমনের পুত্র  মোঃ রিয়াদ হোসেন (১৭)। গ্রেফতারকৃতদের কাছ থেকে ৬৫৫ গ্রাম গাঁজা এবং ২৭ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৭টি মাদক মামলা দায়ের করা হয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন