৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,সকাল ৭:০৫

শিরোনাম
খুলনা ও বরগুনায় নৌবাহিনীর যৌথ অভিযানে মাদকসহ আটক-৩ খুলনায় মাদক ব্যবসায়ী কর্তৃক হয়রানী থেকে বাঁচতে ও তাদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন খুলনায় নারী-পুরুষ সম্পর্কিত প্রচলিত ভুল ধারণা মোকাবিলায় অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত খুলনায় ১৩ মাস বেতন না পেয়ে কর্মবিরতিতে আউটসোর্সিং কর্মচারীরা, অচল ৯ উপজেলার স্বাস্থ্যসেবা নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা উত্তরায় বিমান বিধ্বস্ত: জাতীয় বার্ন ইনস্টিটিউটে জরুরী হটলাইন চালু উত্তরায় ‘প্রশিক্ষণ বিমান’ বিধ্বস্তের ঘটনায় নিহত-১, আহত-২৬ খুলনায় প্রাথমিক বিদ্যালয় সবুজায়নে পরিকল্পনা প্রনয়ণ কর্মশালা অনুষ্ঠিত খুলনার জমিদার বাড়ী দখল ও জীবননাশের হুমকির বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

খুলনায় নারী-পুরুষ সম্পর্কিত প্রচলিত ভুল ধারণা মোকাবিলায় অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

প্রকাশিত: আগস্ট ৭, ২০২৫

  • শেয়ার করুন

 তথ্য প্রতিবেদক:
নারী ও পুরুষের অধিকারে ন্যায্যতা প্রতিষ্ঠায় অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর যৌথ উদ্যোগে বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকাল ৩ টায় নগরীর স্যার ইকবার রোডস্থ একটি অভিজাত হোটেল এর সভাকক্ষে নারীর অধিকার প্রতিষ্ঠায় প্রচলিত ভুল ধারণাগুলো চিহ্নিত করে সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়। এ সভায় উপস্থিত ছিলেন, তরুণ প্রতিনিধি, স্থানীয় প্রশাসনের সদস্য, সাংবাদিক, স্যোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সারসহ অন্যান্য অংশগ্রহণকারীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, খুলনা জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিধান কুমার মন্ডল। তিনি বলেন, “নারীর মুক্তি আসবে অর্থনৈতিক মুক্তি থেকে। ভাত কাপড়ের দায়িত্ব অন্যের হাতে থাকলে কীভাবে স্বাধীন হবেন তারা? তরুণদের কর্মক্ষেত্রে প্রবেশ নিশ্চিতে চাকরির ক্ষেত্রে সকল জায়গায় অনার্স-মাস্টার্স চাওয়ার প্রবণতা থেকে আমাদের বের হতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে মহিলা বিষয়ক অধিদপ্তর এর উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সুরাইয়া সিদ্দীকা বলেন, ”কোনো নারী যখন কোনো সহিংসতার শিকার হন, আমরা সাধারণত এর দায় তার ওপরই চাপিয়ে দিই। আমরা বলি দোষটা তো তোমারই। কিন্তু এটা কি হওয়া উচিত? আমরা কেন নিজেদের সামলাই না?”
এছাড়া সমতায় তারুণ্য প্রকল্প থেকে আয়োজন করা এই অনুষ্ঠানে উপস্থিত ভলান্টিয়ার ফর বাংলাদেশ এর প্রতিনিধি তানজিমুল ইসলাম বলেন, “সমতায় তারুণ্য প্রজেক্ট থেকে ট্রেনিং পেয়ে আমরা যখন প্রত্যন্ত এলাকাগুলোতে নারীদের প্রতি হওয়া বৈষম্য নিয়ে কথা বলতে যাই, আমাদের বাঁধা দেওয়া হয়। আমাদের সেশনগুলোতে নারী উপস্থিতি কম হয়। এই সময়ে এসেও কেন আমরা নারীদের বন্দী রাখতে চাই?”
আরেক তরুণ প্রতিনিধি নুসরাত জাহান জুহি বলেন, “আজকে আমরা নারীদের প্রতি যে সহিংসতা দেখছি তার মূল হলো নারী-পুরুষ এর দায়িত্ব ও অধিকার সম্পর্কিত ভুল ধারণাগুলো। নারীর কাজ ঘরে, তার আয়ে তার স্বামীর অধিকার, এমন ধারণাগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে।”
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত তরুণরা সমাজের নানা শৃঙ্খল ভাঙতে বিদ্যমান স্টেরিওটাইপগুলো দূর করার জন্য সকলকে আহ্বান জানান। পাশাপাশি সরকারি-বেসরকারি সংস্থামূহকে তরুণদের নানা উদ্যোগে সহযোগিতা করার জন্য উৎসাহ প্রদান করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর কর্মীরা।
নেদারল্যান্ডস সরকারের অর্থায়নে চার বছর মেয়াদি এই প্রকল্পটি বাংলাদেশের আটটি বিভাগে যৌথভাবে বাস্তবায়ন করছে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং জাগো ফাউন্ডেশন ট্রাস্ট। সমাজে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং নেতিবাচক জেন্ডার ধারণাগুলোকে পরিবর্তনের লক্ষ্যে যুব ও যুব-নেতৃত্বাধীন সংগঠন, মিডিয়া, স্যোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ও অন্যান্য গুরুত্বপূর্ণ অংশীজনদের নিয়ে কাজ করছে প্রকল্পটি।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন