৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ১২:২৭

খুলনায় কোন এলাকায় কখন লোডশেডিং, রাত ১২টা থেকে পরবর্তি ২৪ ঘন্টা

প্রকাশিত: জুলাই ২০, ২০২২

  • শেয়ার করুন

খুলনায় রাত ১২টা থেকে রাত ১টা পর্যন্ত টুটপাড়া ও পল্লীমঙ্গল এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে। রাত ১টা থেকে ২টা পর্যন্ত জিন্নাহপাড়া ও হাফিজ নগর, রাত ২টা থেকে ৩টা পর্যন্ত সিটি মেইন কেএমপি ও জোড়াগেট ফিডারের কেডিএ এলাকা, রাত ৩টা থেকে ৪টা পর্যন্ত হরিণটানা ও নিউমার্কেট, রাত ৪টা থেকে ভোর ৫টা সার্কিট হাউজ, ডিসি অফিস, সদর হাসপাতাল, সিটি কর্পোরেশন, আদালত ভবন, জেলা পরিষদ ও সোনাডাঙ্গা আবাসিক এলাকা, ভোর ৫টা থেকে ভোর ৬টা সিএসএস আভা সেন্টার ও শের-এ-বাংলা রোড, সকাল ৬টা থেকে ৭টা পর্যন্ত সার্কিট হাউজ, ডিসি অফিস, এসপি অফিস, সদর হাসপাতাল, সিটি কর্পোরেশন, আদালত ভবন, জেলা পরিষদ, ভিআইপি বাংলো, রেলস্টেশন, শিশু হাসপাতাল ও বানরগাতি বাজার, সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত র‌্যাব ক্যাম্প, নেভি, ভারী শিল্প এলাকা ও আমতলা শের-এ-বাংলা রোড, সকাল ৮টা থেকে ৯টা মেয়রের বাসভবন, আদাল ভবন, সার্কিট হাউজ, পুলিশ লাইন্স, বিটিসিএল, ভিআইপি বাংলো ও নিরালা আবাসিক এলাকা, সকাল ৯টা থেকে ১০টা রূপসা সেতু ও খুলনা বিশ^বিদ্যালয় এলাকা, সকাল ১১টা থেকে বেলা ১২টা দোলখোলা, ফুলতলা, দিঘলিয়া উপজেলা থানা ও ক্লিনিক, বেলা ১২টা থেকে দুপুর ১টা বাগমারা, মুজগুন্নি আবাসিক এলাকা, গিলাতলা, সরোয়ার খান কলেজ, আদর্শ গ্রাম, সুগন্ধি ও পল্লীমঙ্গল এলাকা, দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত ডাকবাংলো, মুজগুন্নি আবাসিক এলাকা, মিরের ডাঙ্গা, পথেরবাজার, হাফিজ নগর, দুপুর ২টা থেকে বিকেল ৩টা পাবলা এলাকা, আটরা গিলাতলা, কেডিএ এভিনিউ, বিকেল ৩টা থেকে ৪টা জিন্নাহপাড়া, আড়ংঘাটা, মহেশ^রপাশা, কাস্টম অফিস, খুলনা পলিটেকনিক, খালিশপুর ক্লিনিক, নিউমার্কেট, বিকেল ৪টা থেকে ৫টা কেএমপি, দৌলতপুর বাজার, ডিজিএফআই-এনএসআই অফিস, খালিশপুর থানা, সোনাডাঙ্গা আবাসিক এলাকা, বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা হরিণটানা, বয়রা বাজার, নেভি ক্যাম্প, শের-এ-বাংলা রোড, সন্ধ্যা ৬টা থেকে ৭টা দোলখোলা, মৌচাক টাওয়ার, তেলিগাতি গ্রাম, দিঘলিয়া উপজেলা থানা ও ক্লিনিক, বানরগাতি বাজার, সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা র‌্যাব ক্যাম্প, নেভী ও ভারী শিল্প এলাকা, দেয়ানা, সরোয়ার খান কলেজ, আদর্শগ্রাম, সুগন্ধি, আমতলা শের-এ-বাংলা রোড, রাত ৮টা থেকে ৯টা সার্কিট হাউজ, ডিসি অফিস, সদর হাসপাতাল, সিটি কর্পোরেশন, আদালত ভবন, জেলা পরিষদ, রায়েরমহল বাজার, গিলাতলা, পথের বাজার, নিরালা আবাসিক এলাকা, রাত ৯টা থেকে রাত ১০টা রূপসা সেতু, ফুলতলা, চিত্রালি বাজার, খুলনা বিশ^বিদ্যালয় এলাকা, রাত ১০টা থেকে ১১টা মেয়রের বাসভবন, আদালত ভবন, সার্কিট হাউজ, পুলিশ লাইন্স, বিটিসিএল, ভিআইপি বাংলো, শিরোমনি বাজার, কাস্টম হাউজ, খুলনা পলিটেকনিক, খালিশপুর ক্লিনিকি, রূপসা শিল্প এলাকা, রাত ১১টা থেকে ১২টা বাগমারা, তেলীগাতি গ্রাম, শিরোমনি, ডিজিএফআই, এনএসআই অফিস ও খালিশপুর থানা, নেভিক্যাম্প আলমনগর বাজার ও রূপসা শিল্প এলাকা।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন