২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ২:৫৮

খুলনায় একদিনে ফের সর্বোচ্চ ১৫৬ জনের করোনা শনাক্ত, মৃত্যু বেড়ে ১৮ জন

প্রকাশিত: জুন ২৪, ২০২০

  • শেয়ার করুন

গত ২৪ ঘন্টায় খুলনা মেডিকেল কলেজের (খুমেক) পিসিআর ল্যাবে ১৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে ১৫৬ জনই খুলনা জেলার। এছাড়া যশোরের ৩ জন, নড়াইলের ১ জন, বাগেরহাটের ৪ জন ও ফলোআপ রোগী ৮ জন রয়েছেন। খুলনায় এটাই একদিনে সর্বোচ্চ শনাক্ত।এই নিয়ে খুলনায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১৩৬২ জন।

বুধবার (২৪ জুন) সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজের (খুমেক) পিসিআর ল্যাব ও খুলনা সিভিল সার্জনের দপ্তর থেকে এ তথ্য জানা গেছে।

খুমেকের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, বুধবার পিসিআর ল্যাবে ৩৭৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। এতে খুলনা নমুনা ছিল ৩৫০টি। মোট পজিটিভ রিপোর্ট এসেছে ১৭২ টি। যার মধ্যে ১৫৬ জনই খুলনা জেলার। এছাড়া যশোরের ৩ জন, নড়াইলের ১ জন, বাগেরহাটের ৪ জন ও ফলোআপ রোগী ৮ জন রয়েছেন।

খুলনা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, একদিনে শনাক্ত হওয়ার দিক থেকে খুলনায় এটিই সর্বোচ্চ। গত কয়েকদিন আক্রান্তের সংখ্যা কম থাকলেও আজ বুধবার ১৫৬ জন শনাক্ত হওয়ার মধ্য দিয়ে একদিনে রেকর্ড সংখ্যক কোভিড-১৯ রোগী শনাক্ত হলো। এনিয়ে খুলনা জেলা ও মহানগরীতে এখন পর্যন্ত ১৩৬২ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের (ডায়াবেটিক হাসপাতাল) ফোকাল পার্সন ডা. শেখ ফরিদ উদ্দিন আহমেদ জানান, করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চার জনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে শেখপাড়া এলাকার জালাল উদ্দিন (৭২), সকাল সাড়ে ১০টায় দৌলতপুর পাবলা এলাকার নেসার উদ্দিন (৫৬) ও সকাল ১১টায় টুটপাড়া দিলখোলা রোডের ঠিকাদার মোঃ ওমর ফারুক (৫৪)। এছাড়াও মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বাগেরহাট ফকিরহাটের বাসিন্দা ডা: উপেন্দ্রনাথ (৭০) মারা যান।

উল্লেখ্য, এনিয়ে খুলনায় মোট করোনা শনাক্ত হয়েছে ১৩৬২ জন, সুস্থ হয়েছেন ১৩৪ জন আর মৃত্যু হয়েছে ১৮ জনের।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন