২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার,সকাল ৮:০৪

খুলনায় একদিনে ফের সর্বোচ্চ ১৪৬ জন করোনা শনাক্ত, মৃত্যু বেড়ে ১১ জন

প্রকাশিত: জুন ২০, ২০২০

  • শেয়ার করুন

গত ২৪ ঘন্টায় খুলনা মেডিকেল কলেজের (খুমেক) পিসিআর ল্যাবে ১৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে ১৪৬ জনই খুলনা জেলার। এরমধ্যে সিটি কর্পোরেশ এলাকায় ১২৮ জন ও নয় উপজেলায় ১৮ জন করোনা পজেটিভ শনাক্ত কানা হন। এছাড়া যশোরের ১ জন, নড়াইলের ২জন, বাগেরহাটের ৫ জন ও গোপালগঞ্জের ১ রয়েছেন। খুলনায় এটাই একদিনে সর্বোচ্চ শনাক্ত।এই নিয়ে খুলনায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৯৪৬ জন।

শনিবার (২০ জুন) সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজের (খুমেক) পিসিআর ল্যাব ও খুলনা সিভিল সার্জনের দপ্তর থেকে এ তথ্য জানা গেছে।

খুমেকের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, শনিবার পিসিআর ল্যাবে ৩৭৭ টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। এতে খুলনা নমুনা ছিল ৩৬২টি। মোট পজিটিভ রিপোর্ট এসেছে ১৫৫ টি। যার মধ্যে খুলনা সিটি কর্পোরেশনের মধ্যে ১১৩ জন খুলনার বিভিন্ন যার মধ্যে ১৪৬ জনই খুলনা জেলার। এছাড়া যশোরের ১ জন, নড়াইলের ২জন, বাগেরহাটের ৫ জন ও গোপালগঞ্জের ১ রয়েছেন।

খুলনা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, একদিনে শনাক্ত হওয়ার দিক থেকে খুলনায় এটিই সর্বোচ্চ। এর আগে গত বুধবার একদিনে সর্বোচ্চ ৯৭ জনের করোনা শনাক্ত হয়। গতকাল শুক্রবার ও ফের সর্বোচ্চ ১৩৩ জন শনাক্ত হয়। আজ শনিবার ১৪৬ জন শনাক্ত হওয়ার মধ্য দিয়ে একদিনে রেকর্ড সংখ্যক কোভিড-১৯ রোগী শনাক্ত হলো। এনিয়ে খুলনা জেলা ও মহানগরীতে এখন পর্যন্ত ৯৪৬ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

খুলনা সিটি কর্পোরেশন এলাকায় যারা করোনা সনাক্ত হয়েছেনঃ হরিণটানায় দুই নারী (২২) ও (৪৫), রূপসা এক যুবক (২০), সাউথ সেন্ট্রাল রোডে এক নারী (৫৪) ও এক পুরুষ (৪০), ইকবাল নগরে এক নারী (৩৪) ও এক পুরুষ (৩৫), রেলব্রীজ এলাকায় এক পুরুষ (৪২), বড় মির্জাপুর এক যুবক (২৬), সবুজবাগ সোনাডাঙ্গা এক যুবক (৩৭), খালিশপুরে তিন পুরুষ (৪৪), (৪৫) ও (৩০) কাশিপুরে এক নারী (৬০), ছোট বয়রা এলাকায় এক বৃদ্ধ (৬০), সোনাডাঙ্গা এক নারী (২৫), নিরালায় দুই যুবক (৩২) ও (২৪), এক পুরুষ (৬৫), খুলনা মেডিকেল কলেজে এক নারী (৫০), নৌবাহিনী চার সদস্য (২৩), (৪২), (৫২) ও (২০), দিলখোলা এলাকা এক পুরুষ (৫৪), এডিসি অফিসে কর্মরত ৭ জন, মৎস্য অফিসে কর্মরত এক পুরুষ, পুরাতন পুলিশ ফাড়ির একজন পুরুষ (৫৫) ও এক নারী (২৪), বয়রা এলাকায় এক পুরুষ (৫২), ২৬ শের এ বাংলা রোড একজ পুরুষ (৪৫), শিশু ওয়ার্ডে এক নারী (৪৭), বড় বয়রা এক নারী (৩২) ও এক যুবক (২০), টুটপাড়া এক বৃদ্ধ (৬০), এক বৃদ্ধ (৬১) ও এক পুরুষ, মিয়াপাড়ায় এক পুরুষ (৫৭), বানিয়াখামার এলাকায় এক নারী (৩৮), কাশিপুর খালিশপুরে এক নারী (৬০) ও এক যুবক (৩৮), ছোট বয়রা এক পুরুষ (৩৩), গোলদার পাড়ায় এক যুবক (৩৬), ফারাজী পাড়ায় এক যুবক (২৯), মুন্সিপাড়ায় দুই বৃদ্ধ (৬২) ও এক পুরুষ (৫১), শেখপাড়া এক যুবক (৩৬), ইসলামপাড়ায় এক যুবক (৪২), মুজগুন্নি এক কিশোরী (১৪) ও নারী (৩৮), খানজাহান আলী রোডে এক নারী (৪৮) ও এক কিশোর (১৬), ৪৯ এমটি রোড এক যুবক (৩৮), গল্লামারী এক নারী (৩৬), কেসিসিতে কর্মরত দুই জন পুরুষ (৪৫) ও (৩০), হাজী মহসিন রোডে এক পুরুষ (৫২), মহেশ্বরপাশা কালিবাড়ি এলাকায় এক নারী (৪০) ও যুবক (৩৬), কেএমএসএস’র এক যুবক (৪০), আবুনাসের হাসপাতালে কর্মরত এক যুবক (৪১) ও এক নারী (৪৯), সোনাডাঙ্গা এক পুরুষ, জংশন রোডে এক পুরুষ (৫৩), বয়রা কলেজ মোড়ে এক পুরুষ (৫৫), বৈকালী মোড়ে দুই নারী (২৩) ও (২৭), পশ্চিম বানিয়াখামার এলাকায় এক পুরুষ (৫৫), ডাক্তারপাড়ায় এক নারী (৪২) ও এক পুরুষ, কেএমপির তিন পুলিশ সদস্য (২৮), (৩৬) ও (৫৩), তালতলা এলাকায় এক নারী (৪৫), খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের এক নারী (২৭), সিদ্দিকিয়া মহল্লায় এক পুরুষ (৫৭), রূপসা স্ট্রান্ড রোডে এক পুরুষ (৫৯), ২নং রূপসা স্ট্রান্ড রোড দুই পুরুষ (৫৯), (২৬) ও দুই নারী (৫৪), (২৬), যোগীপোলে এক বৃদ্ধ (৭০), গোবরচাকায় এক পুরুষ (৪৪), সুতিপাড়ায় এক পুরুষ, ৫নং মিয়াপাড়া এক নারী (৫২), নাজিরঘাট ক্রস রোডে এক পুরুষ (৫৮), রূপসা স্ট্যান্ড এলাকায় এক নারী (৩৬), রূপসা স্ট্রান্ড রোডে এক নারী, কাস্টমঘাট এলাকায় এক পুরুষ (২৭), ২নং নেভিগেট খালিশপুরে এক নারী (৫০), পল্লি বিদ্যুৎ সমিতির দুই পুরুষ (৫৫) ও (৬০), জাগরনী চক্র ফাউন্ডেশন খুলনার একজন যুবক (২৮), গাজি মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত এক নারী (৩৫), হাফিজনগরের এক নারী (৩৪) ও এক পুরুষ (৩৮), ১২নং স্যার ইকবাল রোডে এক পুরুষ (৫৪), মুজগুন্নি সরদার বাড়িতে এক পুরুষ (৪৭), কাশেনগরে এক যুবক (৩৬), মহসিন লেনে এক যুবক (৩৮), ৩৬/১ গমিয়া পাড়ায় এক যুবক (৪২), ১১নং ওয়ার্ডে এক যুবক (২৮), ৫২ ফারাজী পাড়ায় এক পুরুষ (৫২), ৪৫ চান মেহের রোডে এক পুরুষ (৫৩), ১১/২ বিকে মেইন রোডে এক বৃদ্ধ (৬৫), ৫/১, ধর্মসভা ক্রস রোডে এক বৃদ্ধ (৬৫), আড়ংঘাটা মোড়লপাড়ায় এক নারী (২৯), মুজগুন্নি আবাসিকে এক পুরুষ, খুলনা মেডিকেলে আরও এক নারী (৩৫), ২৯, টুটপাড়ায় সড়কে এক বৃদ্ধ (৬৪), দৌলতপুরে পাবলায় এক পুরুষ (৫৭), দেয়ানায় এক বৃদ্ধ (৭৫) ও যুবক (৩৮), দেয়ানায় এক নারী (৫৬), আঞ্জমান রোডে এক পুরুষ (৬০), একজন পুরুষ (৩৮), একজন পুরুষ, রেলিগেটে দুই পুরুষ (৩৩) ও (৪০)।

খুলনা সিভিল সার্জনের দপ্তর থেকে জানা গেছে,
খুলনায় শনিবার দুপুর পর্যন্ত করোনা রোগীর সংখ্যা ছিল ৮০২ জন। যার মধ্যে মারা গেছে ১১ জন, সু্স্থ্য হয়েছেন ৯৩ জন, বাকিরা এখনো চিকিৎসাধীন রয়েছেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন