২রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ১২:২৫

খুমেক হাসপাতালে ডেঙ্গুতে যুবকের মৃত্যু

প্রকাশিত: আগস্ট ৯, ২০২১

  • শেয়ার করুন

স্টাফ রিপোটার: খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রাজু (৩৬) নামে এক যুবক মারা গেছেন। সোমবার (০৯ আগস্ট) রাত ৩টা ৩৫ মিনিটে হাসপাতালের ডেঙ্গু ইউনিটে তার মৃত্যু হয়।
তিনি নগরীর শেখপাড়া এলাকার গাজী সামসুল ইসলামের ছেলে। ৪ আগস্ট তিনি মেডিকেলের ডেঙ্গু ইউনিটে ভর্তি হন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ইউনিটের মুখপাত্র ডা. উৎপল চন্দ্র এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ১ আগস্ট থেকে আজ পর্যন্ত হাসপাতালের ডেঙ্গু ইউনিটে ৮ জন রোগী ভর্তি হন। এর মধ্য শেখপাড়া এলাকার রাজু নামে এক রোগীর মৃত্যু হয়েছে। বাকি ৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন