২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ৩:১৫

শিরোনাম
খুলনা মহানগরীর ২৮নং ওয়ার্ডে ওয়ার্ল্ড ভিশন বাংলদেশ এর আয়োজনে লার্নিং রুটস/শিখন শিকড় কেন্দ্রের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে “হসপিটালিটি ম্যানেজমেন্ট ও কুলিনারি আর্টস” এর উপর কেরিয়ার কাউন্সিলিং এবং সহযোগি সংগঠনের সাথে মতবিনিময় সভা খুলনায় কারিগরি শিক্ষায় বেকার ও প্রতিবন্ধী যুবদের সম্পৃক্তকরণ ও উদ্বুদ্ধকরণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত খুলনায় ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখীকরণ বিষয়ক সচেতনতা সভা করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনার লবণচরায় পিওর আর্থ এর সীসা দূষণ সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত খুলনা মহানগরীতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র “ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখীকরণ বিষয়ক সংলাপ” মোংলা বন্দরের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন খুলনায় ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা’ শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত ব্যাংকিং সেক্টরে এস আলমের একচ্ছত্র নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

খারকিভে রুশ হামলায় ভারতীয় শিক্ষার্থী নিহত

প্রকাশিত: মার্চ ১, ২০২২

  • শেয়ার করুন

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর খারকিভে রুশ বোমাবর্ষণে এক ভারতীয় শিক্ষার্থী নিহত হয়েছেন। ওই শিক্ষার্থীর নাম নবীন শেখারাপ্পা জ্ঞানগৌদার। নবীন ভারতের কর্ণাটকের বাসিন্দা। তিনি খারকিভ ন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটির শেষ বর্ষের ছাত্র ছিলেন। খবর হিন্দুস্তান টাইমসের।

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহরটিতে গত কয়েক দিন ধরে তীব্র হামলা চালাচ্ছে রুশ বাহিনী।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিহত শিক্ষার্থীর পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, ‘গভীর দুঃখের সঙ্গে আমরা নিশ্চিত করছি আজ সকালে খারকিভে বোমাবর্ষণে এক ভারতীয় শিক্ষার্থী নিহত হয়েছেন। মন্ত্রণালয় তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে। পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি।’

অরিন্দম বাগচি আরও জানান পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রীংলা রাশিয়া এবং ইউক্রেনের রাষ্ট্রদূতকে তলব করে খারকিভ এবং অন্য সংঘাত কবলিত শহরে এখনও আটকে থাকা ভারতীয়দের জরুরি ভিত্তিতে নিরাপদে সরিয়ে নেওয়ার ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন।

টুইট বার্তায় বাগচি আরও লেখেন, ‘রাশিয়া এবং ইউক্রেনে নিযুক্ত আমাদের রাষ্ট্রদূতেরাও একই ধরনের পদক্ষেপ নিয়েছেন।’

ইউক্রেনের ভারতীয় দূতাবাস কিয়েভে অবস্থানরত সব ভারতীয় নাগরিকদের জরুরি ভিত্তিতে শহর ছাড়ার আহ্বান জানানোর কয়েক ঘণ্টার মধ্যে শিক্ষার্থী নিহতের খবর পাওয়া গেছে।

যুদ্ধ কবলিত ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনতে ভারত সরকার ব্যাপক পদক্ষেপ নিয়েছে। ইউক্রেনের প্রতিবেশী দেশগুলোর সীমান্ত ব্যবহার করে নাগরিকদের ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে ভারত। আর এই প্রক্রিয়ায় সহায়তা দিতে পাঠানো হয়েছে সিনিয়র মন্ত্রীদের।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন