২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সকাল ৬:৪১

কয়রা-পাইকগাছা ‘উন্নয়ন স্বপ্ন’ সংকলনের মোড়ক উন্মোচন

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৩

  • শেয়ার করুন

খবর বিজ্ঞপ্তির : প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে কয়রা-পাইকগাছা ‘উন্নয়ন স্বপ্ন’ সংকলনের মোড়ক উন্মোচন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেস ক্লাবের হুমায়ূন কবির বালু মিলনায়তনে ‘উন্নয়ন স্বপ্ন’ সংকলনের মোড়ক উন্মোচন ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু।
এ সময় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু সকলকে স্বাগত জানান এবং মোড়ক উন্মোচন করেন সম্মানিত অতিথি খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী, খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মকবুল হোসেন মিন্টু, পাইকগাছা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু।
অতিথিদের বক্তব্যে নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনার তৃণমূল পর্যায় পর্যন্ত যে উন্নয়ন সাধন করেছেন তার আলোকে প্রকাশিত সংকলনটির ভূয়সী প্রশংসা করেন।

একই সাথে কয়রা-পাইকগাছার সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবুকে ধন্যবাদ জানান। সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু সভাপতির বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়রা-পাইকগাছার উন্নয়নে সব সময় সার্বিকভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আমাকে সহ কয়রা-পাইকগাছাবাসীকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছেন এবং এ বিষয়ে আমাকে আমার রাজনৈতিক অভিভাবক শেখ হেলাল উদ্দিন এমপি সার্বিক সহযোগিতা করেছেন সেজন্য আমি তার প্রতি কৃতজ্ঞ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ হেলাল উদ্দিন এমপি এবং নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগণকে ধন্যবাদ জানাই। আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির ববির সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমীরণ সাধু, যুগ্ম-সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দিন ফিরোজ বুলু, কপোতাক্ষ কলেজের অধ্যক্ষ আদ্রিশ আদিত্য মন্ডল, খান সাহেব কোমর উদ্দিন কলেজের অধ্যক্ষ ড. চয়ন কুমার রায়, পাইকগাছা কলেজের অধ্যক্ষ মিহির বরণ বিশ^াস, পাইকগাছা কলেজের অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহার, হরিঢালী-কপিলমুনি মহিলা কলেজের অধ্যক্ষ মেজবাহ উদ্দিন, পাইকগাছা পৌরসভার প্যানেল মেয়র মাহবুবুর রহমান রঞ্জু, পাইকগাছার হরিঢালী ইউপি চেয়ারম্যান এ্যাড. আবুল কালাম আজাদ, কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়ার্দার।

 

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন