১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার,রাত ২:২৯

শিরোনাম
ব্যাংকিং সেক্টরে এস আলমের একচ্ছত্র নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠাসহ ৫ দফা দাবিতে খুলনায় সংবাদ সম্মেলন খুলনার তেরখাদায় নৌবাহিনীর অভিযানে অবৈধ কারেন্ট জাল ও চায়না দোয়ারী জাল আটক খুলনা মহানগরীর ১ ও ২৫নং ওয়ার্ডকে শিশুশ্রমমুক্ত ঘোষণা খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর পূনঃ সবুজায়ন কার্যক্রম উদযাপন এবং সমন্বিত সবুজ বিদ্যালয় ঘোষণা অনুষ্ঠিত মারধরের মামলায় খুলনা জেলা কারাগারে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টী সত্যানন্দ দত্ত নতুন করারোপ ছাড়া কেসিসির ৭১৯ কোটি টাকার বাজেট ঘোষণা অশ্রুসিক্ত হৃদয়ে খুলনায় পালিত হলো ইমাম হুসাইন (আ.)’র পবিত্র চেহলাম খুলনা ও বরগুনায় নৌবাহিনীর যৌথ অভিযানে মাদকসহ আটক-৩

কয়রায় আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

প্রকাশিত: আগস্ট ৯, ২০২৩

  • শেয়ার করুন

কয়রা প্রতিনিধি : বিশ্বের প্রতিটি দেশেই রয়েছে আদিবাসী। একটি দেশের উন্নয়নে তাদের অবদান ও অর্জনকে স্বীকৃতি দিতেই জাতিসংঘ ৯ আগস্টকে আন্তর্জাতিক আদিবাসী দিবস ঘোষনা করা হয়। তারই ধারাবাহিকতায় কয়রায় বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করা হয়েছে।

৯ আগস্ট সকাল ১১ টায় সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে বাংলাদেশ আদিবাসী ফোরাম খুলনা ও জাতীয় আদিবাসী পরিষদ খুলনা জেলা শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে।

দিবস উদযাপন কমিটির সদস্য ধীরেশ প্রসাদ মাহতোর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রানী সম্পদ অফিসার ডাঃ মুস্তাইন বিল্যাহ,উত্তর বেদকাশি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সরদার নুরুল ইসলাম ও সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খায়রুল আলম।

আদিবাসী দিবস উদযাপন কমিটির সদস্য নিরাপদ মুন্ডা ও প্রভাত সরদারের পরিচালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন কৃষি গবেষণা ইনস্টিটিউট বৈজ্ঞানিক সহকারী জাহিদ হাসান, পরিত্রানের প্রজেক্ট অফিসার মোঃ আলাউদ্দিন, আদিবাসী সদস্য বলয় কৃষ্ণ মুন্ডা,সুব্রত মুন্ডা,অবিনাশ মুন্ডা,রতন মুন্ডা,সাধনা মুন্ডা,কবিতা মুন্ডা প্রমুখ। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন উপস্থিত সদস্যরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম বলেন, কাউকে পেছনে ফেলে নয় বরং একটি সমতাভিত্তিক সমাজ ও টেকসই ভবিষ্যৎ গড়তে হলে আদিবাসীকে সঙ্গে নিয়েই একটি দেশকে এগিয়ে যেতে হবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন