২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার,দুপুর ১২:৪১

কুলাটি এসকেএস বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র বিতরন

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২২

  • শেয়ার করুন

এম জিয়াউল ইসলাম জিয়া, ভোমরা(সাতক্ষীরা) ঃ

শীতের প্রকোপ সময়ে “বস্ত্রহীনকে বস্ত্র দাও” এ চিরন্তন সত্যকে বাস্তবে প্রতিফলিত করার লক্ষ্যে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের কুলাটি গ্রামে এসকেএস বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের ১৬০ জন অসহায় ও দুস্থ প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (১২ ফেব্রæয়ারী ২০২২) সকাল ১০ টায় বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান শিক্ষক মো: আশরাফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথী ছিলেন ভোমরা কাষ্টমস সিএন্ডএফ এজেন্ট কর্মচারী এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক নাজমুল আলম মিলন। তিনি প্রতিবন্ধী বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে শীতবস্ত্র(কম্বল) বিতরন করেন। এসময় উপস্থিত ছিলেন বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুফতি মুহাম্মাদ কামরুজ্জামান, মাকসুদুর রহমান, সাইফুল ইসলামসহ অভিভাবক ও এলাকার সুশীল সমাজ। বিদ্যালয়ে পড়–য়া প্রতিবন্ধী শিক্ষার্থীদের কোলাহলে শীতের সকাল মুখরিত হয়ে ওঠে। শীতের দুঃসময়ে শীতবস্ত্র পেয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মুখে আনন্দের হাসি ফুটে ওঠে। ভোমরা ইউনিয়নের কুলাটি গ্রামে এ প্রতিবন্ধী বিদ্যালয়টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য এক অনন্য শিক্ষাবান্ধব প্রতিষ্ঠান হিসাবে গড়ে উঠেছে। বিদ্যালয়টির অবকাঠামো উন্নয়নে ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের কল্যানে নাজমুল আলম মিলন আর্থিক অনুদান দিয়ে সহযোগিতা করে আসছে।

 

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন