২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ১২:০৯

কাভার্ডভ্যানের চাপায় গুরুতর আহত আইনজীবীর ক্ষতিপূরণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২০

  • শেয়ার করুন

নর্দান বিশ্ববিদ্যালয় ল অ্যালামনাই খুলনার উদ্যোগে আজ সোমবার (২৩ নভেম্বর)সকাল ৯ ঘটিকার সময় খুলনা জেলা আইনজীবী সমিতির সামনে গুরুতর আহত এডভোকেট এস এম ইসমাইল হোসেনের ক্ষতিপূরণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য যে গত ইংরেজি ১৪ নভেম্বর বিকাল সাড়ে ৫ টায় পাইকগাছা উপজেলা চাঁদখালী ইউনিয়নের গজালিয়া মেইন রোডে বেপরোয়া গতির কাভার্ড ভ্যানের (নরসিংদী খ-১১- ০১৯৮) ধাক্কায় গুরুতর আহত হন এডভোকেট এস এম ইসমাইল হোসেন (৩০) ও তার সহযাত্রী মোঃ আব্দুল সাত্তার (৫৮), তাৎক্ষণিক স্থানীয়দের সহযোগিতায় মাথায় মারাত্মক আঘাত প্রাপ্ত ও নাক মুখ দিয়ে রক্তক্ষরণ এবং শরীরের বিভিন্ন স্থানে ভাঙ্গা যখন প্রাপ্ত হয়। পাইকগাছা উপজেলা হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা প্রেরণ করলে গাজী মেডিকেল হাসপাতালের আইসিইউতে ভর্তি হয় কিন্তু অবস্থার আরো অবনতি হলে খুলনা শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে আইসিসিতে স্থানান্তরিত করা হয়। বর্তমানে শেখ আবু নাসের হাসপাতাল চিকিৎসাধীন ইসমাইল হোসেনের স্বাভাবিক জ্ঞান ফেরেনি। তার পরিবার সকলের নিকট দোয়া ও ন্যায় বিচার চেয়েছেন।
উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন খুলনায় আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোঃ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কেএম ইকবাল হোসেন, জেলা জজ কোর্টের বিজ্ঞ পিপি এডভোকেট এনামুল হক সহ জেলা আইনজীবী সমিতির সমিতির অন্যান্য সদস্য বৃন্দ এবং নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের সাবেক শিক্ষার্থী বৃন্দ।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন