২রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ২:৩১

কাঁচা মরিচের ডাবল সেঞ্চুরি, এক সপ্তাহে দাম বেড়েছে আড়াইগুণ

প্রকাশিত: আগস্ট ৭, ২০২১

  • শেয়ার করুন

স্টাফ রিপোর্টার : খুলনা মহানগরীর খুচরা বাজারে কাঁচা মরিচের ঝাঁজ বেড়েছে। এখন প্রতিকেজি বিক্রি হচ্ছে ২০০ টাকা। অথচ এক সপ্তাহ আগে এ পণ্যটি ৮০ টাকায় বিক্রি হয়েছে।
এদিকে, মরিচের এই অগ্নিমূল্যের জন্য সরবরাহে অপ্রতুলতাকে দায়ী করছেন ব্যবসায়ীরা। অপরদিকে, কাঁচা মরিচের দাম বৃদ্ধিকে ব্যবসায়ীদের করসাজি বলে মনে করছেন ক্রেতারা।
নগরীর কয়েকটি খুচরা বাজার ঘুরে দেখা গেছে, কাঁচা মরিচ মানভেদে প্রতিকেজি ১৮০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। জিয়া ঝাল ১৯০ টাকা ও বোম্বাই মরিচ ২০০ টাকা।
নগরীর মিস্ত্রীপাড়া বাজারের খুচরা বিক্রেতা মোঃ রাসেল হোসেন জানান, এক সপ্তাহ ধরে ঝালের বাজারে আগুন লেগেছে। গত সপ্তাহে তিনি ৮০ টাকা দরে বিক্রি করেছেন। আজ তাকে পাইকারী বাজার থেকে বেশি দরে ঝাল ক্রয় করতে হয়েছে। তাই তিনি এ দরে বিক্রি করছেন।
জোড়াকল বাজারের খুচরা বিক্রেতা তরিকুল ইসলাম জানান, ঝালের বাজারের আগুন লেগেছে। আগুন কবে নিভবে তা সঠিক করে বলা যাচ্ছেনা। দাম বৃদ্ধির জন্য তিনি বাজারে সংকটকে দায়ী করেছেন।
এদিকে, সোনাডাঙ্গাস্থ ট্রাক টার্মিনাল কাঁচা বাজরের পাইকারী ব্যবসায়ী ভাই ভাই বাণিজ্য ভান্ডারের সত্বাধিকারী মোঃ নান্নু বিশ্বাস জানান, অতি বৃষ্টিতে পানি জমে মরিচের ক্ষেত নষ্ট হয়ে গেছে। এ কারণে পণ্যটির মূল্য বৃদ্ধি পেয়েছে। তাছাড়া জোগানের চেয়ে চাহিদা বেশি থাকায় কাঁচা মরিচের দাম বৃদ্ধি। গত এক সপ্তাহ আগে তিনি ৭৫ থেকে ৮০ টাকায় কাঁচা মরিচ বিক্রি করেছেন।
তিনি আরও জানান, গত বছরের রমজানেও একবার কাঁচা মরিচের দাম বৃদ্ধি পেয়েছিল। সেবার এর দাম একলাফে ১৮০ টাকা উঠেছিল। চড়া মূল্য তিন থেকে চার মাস স্থায়ী হয়েছিল। ভারত থেকে কাঁচা মরিচ আমদানি করার পর দাম কমেছিল। এবারও ভারত কাঁচা মরিচ দিলে কমতে পারে এ পণ্যটির দাম।
মিস্ত্রিপাড়া কাঁচা বাজারে কথা হয় আব্দুর রহিম নামে এক ক্রেতার সাথে। বলেন, চলছে লকডাউন। মানুষের আয় নেই। এরপর দ্রব্যমূল্যের উর্ধ্বগতি তাকে ভাবিয়ে তুলছে। কাঁচা মরিচের দাম বলতেই তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন