১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,সন্ধ্যা ৭:৫২

করোনায় টানা তিনদিন মৃত্যুশূন্য দেশ; স্বস্তির নিঃশ্বাস

প্রকাশিত: মার্চ ২৬, ২০২২

  • শেয়ার করুন

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে কারো মৃত্যু হয়নি। এর ফলে দেশে করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ১১৮ জনেই রয়েছে।

একই সময়ে নতুন করে এ ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ৬৫ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৯ লাখ ৫১ হাজার ২৩৯ জনে। নমুনা পরীক্ষার বিপরীতে ২৪ ঘণ্টায় শনাক্তের হার শূন্য দশমিক ৮৯ শতাংশ।

শনিবার (২৬ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড ইউনিটের প্রধান ডা. মো. জাকির হোসেন খান স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গতকাল শুক্রবার (২৫ মার্চ) দেশে করোনায় কারও মৃত্যু হয়নি। ওইদিন এই ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হন ১০২ জন। তার আগে বৃহস্পতিবারও করোনায় কেউ মারা যাননি। ওইদিন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হন ৯২ জন।

তবে বুধবার দেশে করোনায় একজন মারা যান। একই সময়ে এ ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হন ১৩৪ জন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন