১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার,রাত ৩:৫৯

শিরোনাম
খুলনায় ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা’ শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত ব্যাংকিং সেক্টরে এস আলমের একচ্ছত্র নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠাসহ ৫ দফা দাবিতে খুলনায় সংবাদ সম্মেলন খুলনার তেরখাদায় নৌবাহিনীর অভিযানে অবৈধ কারেন্ট জাল ও চায়না দোয়ারী জাল আটক খুলনা মহানগরীর ১ ও ২৫নং ওয়ার্ডকে শিশুশ্রমমুক্ত ঘোষণা খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর পূনঃ সবুজায়ন কার্যক্রম উদযাপন এবং সমন্বিত সবুজ বিদ্যালয় ঘোষণা অনুষ্ঠিত মারধরের মামলায় খুলনা জেলা কারাগারে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টী সত্যানন্দ দত্ত নতুন করারোপ ছাড়া কেসিসির ৭১৯ কোটি টাকার বাজেট ঘোষণা অশ্রুসিক্ত হৃদয়ে খুলনায় পালিত হলো ইমাম হুসাইন (আ.)’র পবিত্র চেহলাম

কয়রা-পাইকগাছাবাসীর সেবক হয়ে থাকতে চাই- বাপ্পী

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৫

  • শেয়ার করুন

কয়রা প্রতিনিধি : সম-অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিয়ে আমাকে আপনাদের প্রতিনিধি নির্বাচিত করুন। আমি অবহেলিত কয়রা-পাইকগাছার জনসাধারণের মুখে হাসি ফুটাতে পারবো, এ অঙ্গিকার করছি। এ অঞ্চলের সনাতন সম্প্রদায়ের মানুষ আজ থেকে কারো রক্তচক্ষু ভয় করবে না, তারা তাদের সামাজিক কর্মকাণ্ড স্বাভাবিকভাবেই পালন করবে।

আমি আপনাদের সেবক হিসেবে সব সময় থাকতে চাই, কারো হুমকি ধামকি তোয়াক্কা করবেন না, আমি সব সময় আপনাদের পাশে আছি। বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মী সমর্থক আপনাদের পাশে থেকে সব সময় সহযোগিতা করবে।

১৬ নভেম্বর শনিবার বিকাল সাড়ে ৪টায় মহারাজপুর ইউনিয়নের খড়িয়া সর্বজনীন দূর্গা মন্দির কমিটির আয়োজিত মতবিনিময় সভায় খুলনা-৬ আসনে বিএনপির প্রার্থী জেলা বিএনপির সদস্য সচিব (ভারপ্রাপ্ত) এস এম মনিরুল হাসান বাপ্পী একথা বলেন। সভায় সভাপতিত্ব করেন অনিমেষ কুমার।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আশরাফুল আলম নান্নু, খুলনা জেলা বিএনপির সদস্য কয়রা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মুক্তিযোদ্ধা মাওলা বক্স, জেলা বিএনপির সদস্য কয়রা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক যথাক্রমে এম এ হাসান, মনিরুজ্জামান বেল্টু, আবু সাঈদ বিশ্বাস, উপজেলা যুবদলের সদস্য সচিব মোস্তাসিম বিল্লাহ, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুম বিল্লাহ।

বাপ্পী আরও বলেন, আপনাদের প্রধান সমস্যা গুলোর মধ্যে টেকসই বেড়িবাঁধ, বিশুদ্ধ পানি, স্বাস্থ্যসেবা, শিক্ষা সহ নিরাপত্তা নিশ্চিত করা হবে আমার প্রধান কাজ। আমি এই জনপদ কে আধুনিকতার ছোঁয়ায় ঠেলে সাজাতে চাই। আপনাদের মৌলিক অধিকার আদায়ে আপনাদের জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ চাই।

উল্লেখ্য সকাল সাড়ে ৭টায় মদিনাবাদ মাছ কাটা, দেউলিয়া বাজার, কয়রা সদর বাজার, উপজেলা মার্কেট, হায়াতপুর বাজার, উত্তর বেতকাশি কাছারিবাড়ী, কাঠকাটায় একাধিক গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখেন। রাতে তিনি ভান্ডারপোল ওয়াজ মাহফিলে ধর্মপ্রাণ মুসুল্লিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন