২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার,সকাল ৬:৩২

এশিয়া কাপ মিশন শেষে দেশে ফিরেছে টাইগাররা

প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৩

  • শেয়ার করুন

ক্রীড়া ডেস্ক: এশিয়া কাপ মিশন শেষে গতকাল শনিবার দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। ৫০ ওভার ফমেরে্েটর টুর্নামেন্টে আফগানিস্তান ও ভারতের বিপক্ষে দৃুই ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে আফগানিস্তান এবং সুপার ফোর পর্বে নিজেদের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে জয় পেয়েছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন টাইগার দল। সুপার ফোর পর্বে ভারতের বিপক্ষে জয় পাওয়ার আগে পাকিস্তানের কাছে ৭ উইকেট ও শ্রীলংকার কাছে ২১ রানে পরাজিত হয়ে আগেই টুর্নামেন্টের ফাইনালের দৌঁড় থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। অনেক প্রত্যাশা নিয়ে আসর শুরু করা বাংলাদেশ ইনজুরি আক্রাসন্ত শ্রীলংকার কাছে পাঁচ উইকেটে পরাজয় দিয়ে টুর্ন ামেন্ট শুরু করেছিল। তবে আফগানিস্তানের বিপক্ষে ৮৯ রানের জয়ে সুপার ফোর পর্ব নিশ্চিত হয় টাইগারদের। সুপার ফোর পর্বে প্রথম দুই ম্যাচে প্রত্যাশানুযায়ী পারফরমেন্স করতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। তবে ভারতের বিপক্ষে নিজেদের সক্ষমতার প্রমান দিয়েছে ব টাইগাররা। ভারতীয় দলে পাঁচ পরিবর্তনের বিপরীতে ম্যাচে ছয়টি পরিবর্তন এনে দল সাজায় বাংলাদেশ। স্নায়ু চাপ ধরে রেখে মানসিক শক্তি দেখিয়ে অবশেষে ছয় রানে জয় পায় বাংলাদেশ। সাকিব আল হাসানের অলরাউন্ড নেতৃত্বে জয় দিয়ে আসর শেষ করেই দেশে ফিরেছে টাইগাররা।

 

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন