৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ২:৫৮

শিরোনাম
অশ্রুসিক্ত হৃদয়ে খুলনায় পালিত হলো ইমাম হুসাইন (আ.)’র পবিত্র চেহলাম খুলনা ও বরগুনায় নৌবাহিনীর যৌথ অভিযানে মাদকসহ আটক-৩ খুলনায় মাদক ব্যবসায়ী কর্তৃক হয়রানী থেকে বাঁচতে ও তাদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন খুলনায় নারী-পুরুষ সম্পর্কিত প্রচলিত ভুল ধারণা মোকাবিলায় অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত খুলনায় ১৩ মাস বেতন না পেয়ে কর্মবিরতিতে আউটসোর্সিং কর্মচারীরা, অচল ৯ উপজেলার স্বাস্থ্যসেবা নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা উত্তরায় বিমান বিধ্বস্ত: জাতীয় বার্ন ইনস্টিটিউটে জরুরী হটলাইন চালু উত্তরায় ‘প্রশিক্ষণ বিমান’ বিধ্বস্তের ঘটনায় নিহত-১, আহত-২৬ খুলনায় প্রাথমিক বিদ্যালয় সবুজায়নে পরিকল্পনা প্রনয়ণ কর্মশালা অনুষ্ঠিত

একদিনে রেকর্ড পরিমান কন্টেইনার হ্যান্ডলিং করেছে চট্টগ্রাম ড্রাই ডক

প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৫

  • শেয়ার করুন

চট্টগ্রাম, ২৯ আগস্ট ২০২৫: দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রামের নিউ মুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) পরিচালনার ইতিহাসে এক দিনে সর্বোচ্চ রেকর্ড পরিমান কন্টেইনার হ্যান্ডলিংয়ে নতুন ইতিহাস গড়েছে চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড। গত ২৮ আগস্ট ২০২৫ সকাল ০৮০০ ঘটিকা থেকে ২৯ আগষ্ট ২০২৫ সকাল ০৮০০ ঘটিকা পর্যন্ত ২৪ ঘন্টায় মোট হ্যান্ডলিং ৫০০০ (পাঁচ হাজার) টিইইউএস ছাড়িয়েছে।


এর মধ্যে ইমপোর্ট কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে ২১০১ টিইইউস ও এক্সপোর্ট ২৯১৮ টিইইউস। সর্বমোট এক দিনে ৫০১৯ টিইইউস হ্যান্ডলিং করেছে চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল) গত ০৭ জুলাই ২০২৫ তারিখ থেকে সিডিডিএল চট্টগ্রাম বন্দরের এনসিটি ২, ৩, ৪ ও ৫ নাম্বার বার্থ পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পরে চট্টগ্রাম বন্দরের এনসিটিতে কণ্যেইনার হ্যান্ডলিং উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। সিডিডিএল এর কর্মকর্তা ও সদস্যগণ জাহাজ পয়েন্ট, ডেলিভারি পয়েন্ট, এপ্রাইজমেন্ট পয়েন্ট, সিএন্ডএফ শেডসহ গেটসমূহে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করায় পূর্বের তুলনায় কন্টেইনার হ্যান্ডেলিং ত্বরান্বিত হয়েছে। পূর্বে বিভিন্ন সময় সৃষ্ট জটিলতাসমূহ নিরসনে সিডিডিএস এর অধীনস্থ কর্মকর্তা ও সদস্যগণ অত্যাধিক দক্ষ ভূমিকা পালন করেছেন। চলতি মাসে ০১ আগষ্ট ২০২৫ থেকে ২৮ আগষ্ট ২০২৫ পর্যন্ত সিডিডিএল এর পরিচালনায় এনসিটি-২, ৩, ৪ ও ৫ নং বার্থে সর্বমোট ১,০৯,২১৭টিইইউএস কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে, অর্থাৎ প্রতিদিন গড় হ্যান্ডলিং ৩৯০৩ টিইইউএস, যা পূর্বের তুলনায় ৪০% এর বেশি। এটি বন্দরের কন্টেইনার হ্যান্ডলিং এর ইতিহাসে একটি মাইলফলক।

গত ২৬ আগস্ট কন্টেইনার হ্যান্ডলিং নিয়ে একটি বিশেষ বিশ্লেষণ করা হয়। ০৭ জুলাই সিডিডিএল দায়িত্ব গ্রহণ করার পর থেকে ২৫ আগস্ট পর্যন্ত ৪৯ দিনে মোট কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে ১,৭৪,৯৩১ টিইইউস। সিডিডিএল দায়িত্ব গ্রহণ করার পূর্বের ৪৯ দিনের (১৯ মে থেকে ০৬ জুলাই) মোট কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে ১,১৯,২৭৬ টিইইউএস। অর্থাৎ সিডিডিএল দায়িত্ব গ্রহণ করার পর ৪৯ দিনে কন্টেইনার হ্যান্ডলিং বেড়েছে ৪৬,৬৬৮০।

বন্দরের সার্বিক কার্যক্রমকে বেগবান করতে কন্টেইনার হ্যান্ডলিং এর সংখ্যা বৃদ্ধি করা অত্যাবশ্যক। সিডিডিএল বন্দরের অপারেটর হিসেবে অপারেটিং এর একটি চমৎকার দৃষ্টান্ত স্থাপন করেছে। ভবিষ্যৎ অপারেটরদের কাছে এটি একটি মাইলফলক হয়ে থাকবে। চট্টগ্রাম ড্রাই ডকের এ কার্যকর ভূমিকা দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমকে আরো গতিশীল করার পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলছে। এছাড়া, এনসিটির কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রমে সিডিডিএল এর সুশৃঙ্খল ও দক্ষ ব্যবস্থাপনা বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতেও সহায়ক হবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন