৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,সন্ধ্যা ৬:৫২

শিরোনাম
খুলনায় ১৯ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও আর্থিক সুবিধা প্রদান সিএসএস মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম’র খুলনার সেনের বাজার সিএসএস কার্যালয়ে রেভারেন্ড পল মুন্সী স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প খুলনায় “মহাসড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা বিধানে অংশীজনদের সাথে মতবিনিময় সভা” অনুষ্ঠিত খুলনায় “৫ বছরের জন্য শিশু কল্যাণে যৌথ পরিকল্পনা প্রণয়ন কর্মশালা” ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ২ দিনব্যাপী “শিশু কল্যাণে পরিকল্পনা প্রণয়ন কর্মশালা-২০২৫” এর সমাপনী অনুষ্ঠিত শহীদ সাকিবের কবর জিয়ারতের মাধ্যমে খুলনায় এনসিপি’র কার্যক্রম শুরু নগরীতে সন্ত্রাসীদের সঙ্গে যৌথবাহিনীর গোলাগুলি, পলাশসহ গ্রেপ্তার ১১ খুলনায় পদ্মা ব্যাংকে জমানো অর্থ ফেরত না পেয়ে বিপাকে গ্রাহকরা, ব্যাংকের সামনে বিক্ষোভ সকল শহীদের প্রতি প্রধান উপদেষ্টার বিনম্র শ্রদ্ধা

বাংলাদেশ থেকে ভারতে পাচার হওয়া ২৩ জন কিশোর ও কিশোরী বেনাপোল দিয়ে হস্তান্তর,

প্রকাশিত: মার্চ ২২, ২০২২

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল।
বাংলাদেশ থেকে ভারতে পাচার হওয়া ২৩ জন কিশোর ও কিশোরীকে বেনাপোল দিয়ে হস্তান্তর। ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ২২ মার্চ সন্ধ্যায় বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে ২৩ জনকে হস্তান্তর করেছে।এসময় কোলকাতায় নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনের প্রথম সেক্রেটারী শামিমা ইয়াসমিন স্মৃতি ও বাংলাদেশের পক্ষে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা,মহিলা বিষয়ক কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বেনাপোল ইমিগ্রেশন ওসি মোহাম্মাদ ইলিয়াস হোসেন বলেন, দেশে ফেরত আসাদের বয়স ২৫ এর নীচে।বিভিন্ন সময়ে ভারতে যেয়ে কেউ হারিয়ে যায়, আবার কেউ কেউ পুলিশের কাছে আটক হয়ে আদালতের মাধ্যেমে সেদেশের সেইফ হোমে থাকে। ২৩ জন কে ইমিগ্রেশন এর আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে। কোলকাতায় নিযুক্ত বাংলাদেশ দুতাবাসের প্রথম সেক্রেটারী শামিমা ইয়াসমিন স্মৃতি বলেন, এদের কেউ কেউ পাচারের শিকার বাকিরা সেদেশে অবৈধ ভাবে অবস্থানের কারনে পুলিশের কাছে আটক হয়। বাংলাদেশ উপ-হাইকমিশন কোলকাতা, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রানালয়ের যৌথ উদ্যেগে বিভিন্ন সেইফ হোমে অবস্থানরত এসকল বাংলাদেশী নারী ও শিশুদের নাগরিকত্ব যাচাই বাছাই শেষে বিশেষ ট্রাভেল পারমিট এর মাধ্যেমে বাংলাদেশে ফেরত আনা হয়েছে।
জাতীয় মহিলা আইনজীবী সমিতির কো – অর্ডিনেটর রেখা বিশ্বাস বলেন, ফেরত আসা এই সব শিশু কিশোরদের পুর্নবাসনেও কাজ করবে। অভিভাবক গনও প্রয়োজনে বাড়িতে নিতে পারবেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন