৩১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ৩:৫৮

পাইকগাছার দেলুটির বানভাসি মানুষের ত্রান সহায়তা পৌঁছে দিলেন ইউএনও

প্রকাশিত: আগস্ট ২২, ২০২০

  • শেয়ার করুন

এ কে আজাদ, পাইকগাছাঃ খুলনার পাইকগাছা উপজেলার দ্বীপ বেষ্টিত দেলুটি ইউনিয়নের বানভাসি মানুষের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। তিনি শনিবার বিকালে খাদ্য সামগ্রী নিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতারণ করেন।

জানাযায়, গত বুধবার থেকে অতি বর্ষন ও আমাবস্যা জোয়ারের পানির প্রচন্ড চাপে দেলুটি ইউপির ২০ নং ও ২০/১ নং পোল্ডারের চকরিবকরি বদ্ধ জলমহালের প্রতিরক্ষা বাঁধ ভেঙে তিনটি গ্রাম (গেউয়াবুনিয়া, চকরিবকরি, পারমধুখালী) প্লাবিত হয়ে ব্যপক ক্ষয়ক্ষতি হয়। এতে প্রায় ২০০ শত পরিবার পানিতে তলিয়ে যায়। এ অবস্থায় মানবেতর জীবনযাপন করতে থাকে পরিবারগুলো। শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী খাদ্য সামগ্রী নিয়ে ঘটনাস্থলে যান এবং ক্ষতিগ্রস্ত মানুষকে প্রধানমন্ত্রী প্রদত্ত খাদ্য সামগ্রী বিতারণ করেন।
এ সময় ভাঙন কবলিত স্থান পরিদর্শন করে দ্রুত বাঁধ নির্মানের আশ্বাস প্রদান করেন নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দীকি।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন