২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার,সকাল ৭:১০

পাইকগাছার কপিলমুনি ইউনিয়ন আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

প্রকাশিত: অক্টোবর ২, ২০২০

  • শেয়ার করুন

এ কে আজাদ, পাইকগাছাঃ আগামী ২০শে অক্টোবর পাইকগাছা উপজেলা পরিষদ উপ-নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে কপিলমুনি ইউনিয়ন অা’লীগের উদ্যোগের বর্ধিত সভা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের মোড়ল আব্দুস সালাম মিলনায়তনে কপিলমুনি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি যুগোল কিশোর দে’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাইকগাছা কয়রার সাবেক সংসদ সদস্য এ্যাড সোহরাব আলী সানা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা উপ-নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, সাবেক উপজেলা চেয়ারম্যান রশীদুজ্জামান মোড়ল, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, সহ-সভাপতি সমীরণ সাধু, যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, উপজেলা কৃষকলীগের সদস্য সচিব প্রভাষক মইনুল ইসলাম, কপিলমুনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আফছার আলী , উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও লতা ইউপির সাবেক চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, জি এম হেদায়েত আলী টুকু, সাবেক ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাসুমা বেগম, উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগ নেতা ইকরামুল ইসলাম, কপিলমুনি ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সরদার তানজিম মুস্তাফিজ বাচ্চু, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান পারভেজ রনি, প্রনব কান্তি মন্ডল, শিমুল বিল্লাল বাপ্পী, অহেদুজ্জামান মোড়ল, ইউনুছ আলী মোড়ল, রেশমা খাতুন, ছাত্রলীগের আব্দুল্লাহ আল মামুন, প্রীতিষ মন্ডলসহ কপিলমুনি ইউনিয়ন আওয়ামীলীগের প্রতিটি ওয়ার্ডের সভাপতি /সম্পাদক বৃন্দ । অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলয়াত করেন মতিয়ার রহমান, গীতা পাঠ করেন জগদীশ চন্দ্র দে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন