২৩শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার,সন্ধ্যা ৬:৩৩

শিরোনাম
অশ্রুসিক্ত হৃদয়ে খুলনায় পালিত হলো ইমাম হুসাইন (আ.)’র পবিত্র চেহলাম খুলনা ও বরগুনায় নৌবাহিনীর যৌথ অভিযানে মাদকসহ আটক-৩ খুলনায় মাদক ব্যবসায়ী কর্তৃক হয়রানী থেকে বাঁচতে ও তাদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন খুলনায় নারী-পুরুষ সম্পর্কিত প্রচলিত ভুল ধারণা মোকাবিলায় অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত খুলনায় ১৩ মাস বেতন না পেয়ে কর্মবিরতিতে আউটসোর্সিং কর্মচারীরা, অচল ৯ উপজেলার স্বাস্থ্যসেবা নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা উত্তরায় বিমান বিধ্বস্ত: জাতীয় বার্ন ইনস্টিটিউটে জরুরী হটলাইন চালু উত্তরায় ‘প্রশিক্ষণ বিমান’ বিধ্বস্তের ঘটনায় নিহত-১, আহত-২৬ খুলনায় প্রাথমিক বিদ্যালয় সবুজায়নে পরিকল্পনা প্রনয়ণ কর্মশালা অনুষ্ঠিত

পাইকগাছায় এসএসসি ৮৬ ব্যাচ ঈদ পুনর্মিলনী “বাঁধন এখনো প্রাণে প্রাণে”

প্রকাশিত: জুলাই ১৩, ২০২২

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধিঃ খুলনার পাইকগাছায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এসএসসি ১৯৮৬ ব্যাচ আয়োজিত নানা আয়োজনের মধ্য দিয়ে বন্ধু পুনর্মিলনী অনুষ্ঠান মিলন মেলায় পরিণত হয়।“বাঁধন এখনো প্রাণে প্রাণে” শ্লোগানকে সামনে রেখে ৮৬ ব্যাচের পাইকগাছা ও কয়রা ইউনিট মঙ্গলবার লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্রের অডিটরিয়ামে দিনব্যাপী এ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে পাইকগাছা কয়রা সহ খুলনা, সাতক্ষীরা ও যশোর সহ বিভিন্ন এলাকার ৮৬ বন্ধুরা অংশ নেয়। দুপুর ১২ টার দিকে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভসূচনা হয়। এরপর পরিচয় পর্ব, স্মৃতিচারণমূলক বক্তব্য, ৮৬ ব্যাচের থিম সংঙ্গীত পরিবেশন, সম্মানিত অতিথিদের বক্তব্য, অসুস্থ্য বন্ধুদের চিকিৎসা সহায়তা সংগ্রহ, মৃতদের স্মরণে নিরাবতা পালন, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র এর মাধ্যমে পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন করা হয়। দীর্ঘ ৩৬ বছর পর স্কুল জীবনের বন্ধুদের কাছে পেয়ে একজন আরেকজনকে আলিঙ্গন করার সময় অনেকেই আবেগ আফ্লুত হয়ে পড়েন। অনেকেই ফিরে যান শৈশবের সেই স্কুল জীবনে। খোঁজ খবর নেন প্রিয় বন্ধু ও তার পরিবারের। অনেকেই আবার সেলফি কিংবা ছবি তোলার মধ্য দিয়ে প্রিয় বন্ধুদের স্মৃতির এ্যালবামে সংরক্ষণের ব্যবস্থা করেন। অনেকেই পরামর্শ দেন সংগঠনকে উপজেলা, জেলা, বিভাগ এবং কেন্দ্রীয় ইউনিট গঠন করার মাধ্যমে ৮৬ বন্ধু সহ দেশের দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে মানুষের কল্যাণে কাজ করার। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। উপস্থিত ছিলেন, ৮৬ ব্যাচের অন্যতম সদস্য দৈনিক সমকাল পত্রিকার সিনিয়র রিপোর্টার ফসিহ উদ্দীন মাহতাব, লোনাপানি কেন্দ্রের কেন্দ্র প্রধান ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ লতিফুল ইসলাম, খুলনা সিটি কপোর্রেশন ২৭নং ওয়ার্ডের কাউন্সিলর ও খুলনা বিভাগের কনভেনর জেড মাহমুদ ডন, ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মজনুর জামান, মেডিকেল অফিসার ডাঃ নজরুল ইসলাম, ডাঃ এস কে বাইন, ডাঃ ময়নুল ইসলাম, ডাঃ মাহবুব, ওসি আসলাম বাহার বুলবুল, সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী নারায়ন চন্দ্র সরকার, সুপ্রিম কোর্টের আইনজীবী ড. গাজী সিরাজুল হক, আকিমুন্নাহার,আল মামুন পলাশ, সুলতানা জামান কেয়া, আল—আমিন লিটন, আলী রেজা, মোহাম্মাদ রাজা, অনিতা রানী মন্ডল, সাংবাদিক এস,এম,আলাউদ্দিন সোহাগ, কানাই লাল দাশ, অ্যাডভোকেট এস,এম,মুজিবর রহমান, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, সাবেক চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান, প্রভাষক পিযুষ কান্তি ঘোষ, সাংবাদিক মোসলেহউদ্দিন তুহিন, স্যানেটারী ইন্সপেক্টর উদয় মণ্ডল, ইউ আর সি ইন্সট্রাকটর মোঃ ঈমান উদ্দীন, ইসলামী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার আক্তারুজ্জামান ফারুকী, কুসুম কলি সরকার প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, প্রফেসর এসএম মোহাম্মদ উল্লাহ ও মমতাজ পারভীন মিনু।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন