২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সকাল ৭:১৩

নগরীতে স্পিড পানে যুবকের মৃত্যু

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২১

  • শেয়ার করুন

স্টাফ রিপোর্টার: খুলনা মহানগরীতে স্পিড পান করে ওয়াহিদুর রহমান সবুজ নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ১০টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সবুজ (৩২) নগরীর শেখপাড়াস্থ সঙ্গীতা সিনেমা হল এলাকার মোঃ মোতাহার হোসেনের ছেলে। সবুজ পেশায় কাঠমিস্ত্রি।
পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ওয়াহিদুর রহমান সবুজ গত শুক্রবার রাতে স্পিড পান করার পর অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে নগরীর কিওর হোম ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে গতকাল শনিবার তাকে নগরীর ফরর্টিস হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার রাত আড়াইটার দিকে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে আজ (০৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন