৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার,সকাল ৮:৪৮

শিরোনাম
নতুন ঠিকাদার করবে কয়রা-বেতগ্রাম আঞ্চলিক মহাসড়ক নির্মাণ প্রকল্পের কাজ খুলনায় শেখ হাসিনার চাচাতো ভাইসহ ৬ জনের নামে মামলা বিদ্যুৎ কোম্পানিগুলোকে পুনর্গঠন করতে চাই-বিদ্যুৎ উপদেষ্টা বন্যা কবলিত এলাকায় ফিল্ড ও ভ্রাম্যমাণ হাসপাতালের মাধ্যমে নৌবাহিনীর চিকিৎসা সেবা প্রদান পাইকগাছায় দুর্গত মানুষের জন্য মানবিক সহায়তার কাজ করছে বাংলাদেশ নৌ-বাহিনী নৌবাহিনী কর্তৃক পাইকগাছায় বন্যা দূর্গতদের মাঝে চিকিৎসা ও ত্রাণ বিতরণ অব্যাহত ফেনীতে চিকিৎসা সহায়তা ও উদ্ধার অভিযানে নৌবাহিনী পাইকগাছায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি সাবেক মন্ত্রী রুহুল হক, সাবেক এসপি মঞ্জুরুলসহ ৮০ জনের নামে হত্যা মামলা

ডুমুরিয়ায় বজ্রপাতে দুই সহোদরের মৃত্যু

প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২২

  • শেয়ার করুন

খুলনার ডুমুরিয়ায় বজ্রপাতে দুই সহোদর নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার(৯ সেপ্টেম্বর) বিকালে উপজেলার সেনপাড়া গ্রামের একটি বিলে। নিহতরা হলেন শরাফপুর ইউনিয়নের দক্ষিণ সেনপাড়া নিবাসী মৃত হাচেন মলঙ্গির দুই পুত্র, বড় পুত্র নাজমুল(৩০০) ও ছোট পুত্র এনামুল(২৫)।

নিহতদের পরিবার সূত্রে জানা যায়, ডুমুরিয়া উপজেলার শরাফপুর ইউনিয়নের সেনপাড়া গ্রামের মলঙ্গী বাড়ির নাজমুল ও এনামুল  বিকেলে বাড়ির পার্শ্ববর্তী বিলে ক্ষেতে কাজ করতে যায়।এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্হলেই তাদের মৃত্যু হয়।

এ সময় আকষ্মিক বজ্রপাতে ক্ষেতে দুই সহোদরের মর্মান্তিক মৃত্যু হয়। এদিকে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেলেও দুই ভাই বাড়িতে ফিরে না আসায় মা এবং একমাত্র জীবিত থাকা ভাই ‘রবি’ খুঁজতে গিয়ে বিলে মৃত অবস্থায় নাজমুল এবং ইনামুল কে দেখতে পায়, পেয়ে লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।তাদের শরীরে বজ্রপাতের আঘাতের চিহ্ন রয়েছে। বজ্রপাতে তারা মারা গেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। আকস্মিক এই মৃত্যুতে এলাকার শোকের ছায়া নেমে আসে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন