১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার,বিকাল ৩:৪৬

শিরোনাম
ব্যাংকিং সেক্টরে এস আলমের একচ্ছত্র নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠাসহ ৫ দফা দাবিতে খুলনায় সংবাদ সম্মেলন খুলনার তেরখাদায় নৌবাহিনীর অভিযানে অবৈধ কারেন্ট জাল ও চায়না দোয়ারী জাল আটক খুলনা মহানগরীর ১ ও ২৫নং ওয়ার্ডকে শিশুশ্রমমুক্ত ঘোষণা খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর পূনঃ সবুজায়ন কার্যক্রম উদযাপন এবং সমন্বিত সবুজ বিদ্যালয় ঘোষণা অনুষ্ঠিত মারধরের মামলায় খুলনা জেলা কারাগারে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টী সত্যানন্দ দত্ত নতুন করারোপ ছাড়া কেসিসির ৭১৯ কোটি টাকার বাজেট ঘোষণা অশ্রুসিক্ত হৃদয়ে খুলনায় পালিত হলো ইমাম হুসাইন (আ.)’র পবিত্র চেহলাম খুলনা ও বরগুনায় নৌবাহিনীর যৌথ অভিযানে মাদকসহ আটক-৩

খুলনায় ভারতের স্যাটেলাইট ট্রান্সমিটার বসানো কচ্ছপ উদ্ধার

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২২

  • শেয়ার করুন

খুলনার দিঘলিয়া উপজেলায় জেলেদের জালে ভারতের গবেষণা কাজে স্যাটেলাইট ট্রান্সমিটার বসানো বিলুপ্ত প্রজাতির বাটাগুরবাস্কা কচ্ছপ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) উপজেলার কাজীরহাট এলাকায় স্থানীয় এক জেলের জালে কচ্ছপটি আটকে পড়ে। গাজীরহাট ক্যাম্প পুলিশ কচ্ছপ উদ্ধার করে বন বিভাগে খবর দেয়। এরপর রবিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা এসে উদ্ধার করে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে নিয়ে যান।

সুন্দরবন করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার মো. আজাদ কবির জানিয়েছেন, শনিবার খুলনার দিঘলিয়ার গাজীরহাটে কচ্ছপটি ধরা পড়ার পর সেটি প্রথমে পুলিশ উদ্ধার করে। এরপর বন বিভাগের খুলনা অঞ্চলের সিএফ মিহির কুমার দো খবর পেয়ে আমাদেরকে জানালে আমরা কচ্ছপটি সেখান থেকে এনে করমজলে রেখেছি। পরবর্তী সময়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনার পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এই বন কর্মকর্তা আরও জানান, বাটাগুর বাসকা বিলুপ্তপ্রায় প্রজাতির কচ্ছপ। এই প্রজাতির কচ্ছপের গতি ও আচরণবিধি, বিচরণ ক্ষেত্র, খাদ্যভাস ও প্রজনন সম্পর্ক জানতে ভারতের টাইগার প্রজেক্ট গত ১৫ ফেব্রুয়ারি দেশটির সজনখালী এলাকার কুলতলীত স্যাটেলাইট ট্রান্সমিটার বসানো ১০টি পুরুষ কচ্ছপ অবমুক্ত করে। দিঘলিয়ায় জেলের জালে আটকা পড়া কচ্ছপটিও এই গবেষণারই অংশ। কুলতলী থেকে নদী-সাগর হয়ে সেটি বাংলাদেশে চলে এসেছে।

আজাদ কবির আরও জানান, ভারতের এ ধরনের আরও একটি কচ্ছপ পূর্ব সুন্দরবনের বলেশ্বর ও সাউথখালীর নদীতে বিচরণ করছে। ভারতের টাইগার প্রজেক্টে স্যাটেলাইট ট্রান্সমিটার বসানো ১০টি বাটাগুর বাসকার পাশাপাশি দুইশ কচ্ছপ এই গবেষণা কাজে নিয়োজিত রয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন