১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ৯:৪৮

শিরোনাম
খুলনায় কারিগরি শিক্ষায় বেকার ও প্রতিবন্ধী যুবদের সম্পৃক্তকরণ ও উদ্বুদ্ধকরণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত খুলনায় ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখীকরণ বিষয়ক সচেতনতা সভা করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনার লবণচরায় পিওর আর্থ এর সীসা দূষণ সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত খুলনা মহানগরীতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র “ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখীকরণ বিষয়ক সংলাপ” মোংলা বন্দরের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন খুলনায় ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা’ শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত ব্যাংকিং সেক্টরে এস আলমের একচ্ছত্র নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠাসহ ৫ দফা দাবিতে খুলনায় সংবাদ সম্মেলন খুলনার তেরখাদায় নৌবাহিনীর অভিযানে অবৈধ কারেন্ট জাল ও চায়না দোয়ারী জাল আটক

খুলনায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২২

  • শেয়ার করুন

খুলনায় পরীক্ষা খারাপ হওয়ায় মন্দিরা বৈরাগী ( ১৬)নামের এক এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

শনিবার (১৭সেপ্টেম্বর) সন্ধ্যায় আড়ংঘাটা থানাধীন রংপুর শাড়াতলা গ্রামে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে ওই শিক্ষার্থী।

সে রংপুর শাড়াতলা গ্রামের রনজিত বৈরাগীর মেয়ে।
রংপুর মধ্যপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিল মন্দিরা।

মন্দিরার চাচা গোবিন্দ বাংলানিউজকে জানান, নিজ বাড়ির শয়ন ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলতে থাকা অবস্থায় মন্দিরাকে ঘরের লোকজন দেখতে পায়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা মন্দিরাকে মৃত ঘোষণা করেন।

গোবিন্দ আরও জানান, এসএসসির বাংলা (প্রথম পত্র) পরীক্ষা খারাপ হওয়ায় হতাশায় ভুগছিল মন্দিরা। সেই হতাশা থেকেই আত্মহত্যার পথ বেছে নিয়েছে সে।

এ বিষয়ে আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. ওয়াহিদুজ্জামান জানান, ময়নাতদন্তের শেষে পরিবারের নিকট মন্দিরার মরদেহ হস্তান্তর করা হয়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন