২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ৯:৩৬

খুলনাস্থ দক্ষিণ বেদকাশী সমিতির আংশিক কমিটি ঘোষণা

প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৪

  • শেয়ার করুন

খবর বিজ্ঞপ্তির : খুলনাস্থ দক্ষিণ বেদকাশী সমিতির মেয়াদোত্তীর্ণ বিলুপ্ত হওয়ায় সর্বসম্মতিক্রমে আগামী এক বছরের জন্যে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির নবনির্বাচিত সভাপতি হলেন মো. কবিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মুন্না ও কোষাধ্যক্ষ হাফেজ মো. মজিবুল্লাহ্।

শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যায় খুলনা প্রেসক্লাবে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। গত ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় জাতিসংঘ শিশুপার্কে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

শুক্রবার সন্ধ্যায় সমিতির প্রধান উপদেষ্টা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) প্রফেসর ড. মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন সমিতির উপদেষ্টা সমাজসেবক ভীষ্মদেব মন্ডল, কনক সরকার, সাংবাদিক আশরাফুল ইসলাম নূর ও বিশিষ্ট ব্যবসায়ী আসমাউল হুসাইন সোহাগ, নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব মো. কবিরুল ইসলাম, নবনির্বাচিত সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মুন্না, নবনির্বাচিত কোষাধ্যক্ষ হাফেজ মো. মজিবুল্লাহ্, সদস্য হাফেজ ওবায়দুল্লাহ্ মোস্তফা, সাইদুর রহমান সাঈদ, আমির হামজা, খলিলুর রহমান, ইয়াকুব আলী, সাব্বীর হুসাইন, আছাদুল ইসলাম আসাদ, তারিকুল ইসলাম, মো. হেলাল হোসেন ও ফরহাদ হোসেন প্রমুখ। নবনির্বাচিত আংশিক কমিটি আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করার সিদ্ধান্ত নেয়া হয়।।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন