১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ৯:১০

শিরোনাম
ব্যাংকিং সেক্টরে এস আলমের একচ্ছত্র নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠাসহ ৫ দফা দাবিতে খুলনায় সংবাদ সম্মেলন খুলনার তেরখাদায় নৌবাহিনীর অভিযানে অবৈধ কারেন্ট জাল ও চায়না দোয়ারী জাল আটক খুলনা মহানগরীর ১ ও ২৫নং ওয়ার্ডকে শিশুশ্রমমুক্ত ঘোষণা খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর পূনঃ সবুজায়ন কার্যক্রম উদযাপন এবং সমন্বিত সবুজ বিদ্যালয় ঘোষণা অনুষ্ঠিত মারধরের মামলায় খুলনা জেলা কারাগারে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টী সত্যানন্দ দত্ত নতুন করারোপ ছাড়া কেসিসির ৭১৯ কোটি টাকার বাজেট ঘোষণা অশ্রুসিক্ত হৃদয়ে খুলনায় পালিত হলো ইমাম হুসাইন (আ.)’র পবিত্র চেহলাম খুলনা ও বরগুনায় নৌবাহিনীর যৌথ অভিযানে মাদকসহ আটক-৩

কয়রায় ইয়াবাসহ মাদক কারবারি আটক

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৫

  • শেয়ার করুন

ফরহাদ হোসেন, কয়রা : খুলনার কয়রায় ৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা। গতকাল মঙ্গলবার কয়রা উপজেলার মদিনাবাদ লঞ্চঘাট এলাকা থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম আরিফ হোসেন (২৫)। তিনি খুলনা সদরের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাহবুব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

কোস্টগার্ড সূত্রে জানা যায়, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে কয়রা উপজেলার মদিনাবাদ লঞ্চঘাট এলাকায় অভিযানে নামে কোস্টগার্ড। সেখানে এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক হওয়ায় কোস্টগার্ড সদস্যরা তাঁর শরীর তল্লাশি করে ৫০ পিস ইয়াবা বড়ি পান এবং আটক করেন ওই ব্যক্তিকে। এরপর একই এলাকায় পৃথক অভিযান চলাকালীন সময়ে কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ব্যাগটি তল্লাশি করে ৯৯ পিস ইয়াবা এবং ৪৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এ বিষয়ে কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাহবুব হোসেন বলেন, কয়রা থেকে দুটি পৃথক অভিযানে মোট ১৪৯ পিস ইয়াবা ও ৪৫০ গ্রাম গাঁজসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। জব্দকৃত মাদকদ্রব্য ও আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন