২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ১:১০

শিরোনাম
ক্ষমতায় গেলে বন্ধ শিল্প কারখানা চালু হবে : ডাঃ শফিকুর রহমান ইমাজেন ভেঞ্চারস পিচ ডে-তে বিজয়ী খুলনার তরুণ উদ্ভাবক দল আইনশৃঙ্খলা ও দুর্নীতি নিয়ন্ত্রণে বিএনপি অগ্রাধিকার দেব : তারেক রহমান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে “সিটিজেন ভয়েস এন্ড একশন” বিষয়ক প্রারম্ভিক সভা অনুষ্ঠিত খুলনা মহানগরীর ২৮নং ওয়ার্ডে ওয়ার্ল্ড ভিশন বাংলদেশ এর আয়োজনে লার্নিং রুটস/শিখন শিকড় কেন্দ্রের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে “হসপিটালিটি ম্যানেজমেন্ট ও কুলিনারি আর্টস” এর উপর কেরিয়ার কাউন্সিলিং এবং সহযোগি সংগঠনের সাথে মতবিনিময় সভা খুলনায় কারিগরি শিক্ষায় বেকার ও প্রতিবন্ধী যুবদের সম্পৃক্তকরণ ও উদ্বুদ্ধকরণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত খুলনায় ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখীকরণ বিষয়ক সচেতনতা সভা করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনার লবণচরায় পিওর আর্থ এর সীসা দূষণ সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত

খুলনা-৪ কে মৎস্য শিল্পের আধুনিক মডেল এলাকা হিসেবে গড়ে তোলা হবে-হেলাল

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬

  • শেয়ার করুন

খবর বিজ্ঞপ্তির : খুলনা-৪ (রূপসা-তেরোখাদা-দিঘলিয়া) আসনকে দেশের অন্যতম আধুনিক ও টেকসই মৎস্য শিল্পের মডেল এলাকায় রূপান্তরের অঙ্গীকার করেছেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক ও ধানের শীষ প্রতীকের প্রার্থী আজিজুল বারী হেলাল। তিনি বলেছেন, মৎস্য সম্পদে সমৃদ্ধ এই অঞ্চলকে পরিকল্পিতভাবে কাজে লাগাতে পারলে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়ন সম্ভব।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে রূপসা উপজেলার চর রূপসা এলাকায় বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টস এসোসিয়েশন (বিএফএফইএ), খুলনা অঞ্চল আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আজিজুল বারী হেলাল বলেন, রূপসা, তেরোখাদা ও দিঘলিয়া নদী, খাল ও জলাশয়ে ভরপুর সম্ভাবনাময় জনপদ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করতে পারলে খুলনা-৪ এর মৎস্য খাতকে আধুনিক প্রযুক্তিনির্ভর ও টেকসই শিল্পে রূপান্তর করাই হবে আমার অন্যতম অগ্রাধিকার।

তিনি আরও বলেন,মৎস্য শিল্প দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এই শিল্পকে কোনোভাবেই অবহেলা কিংবা ধ্বংস হতে দেওয়া যাবে না। অসাধু ব্যবসায়ীদের হাত থেকে মৎস্য খাতকে উদ্ধার করে উৎপাদন বহুগুণে বাড়াতে হবে। আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করে মানসম্মত মাছ উৎপাদনের দিকে এগোতে হবে।
জেলে ও মৎস্য চাষিদের সুবিধার্থে উন্নত যোগাযোগ ব্যবস্থা, আধুনিক সংরক্ষণাগার ও বাজার কেন্দ্র স্থাপনের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন,পরিবেশবান্ধব প্লান্ট, এক্সপোর্ট প্রসেসিং জোন এবং হিমায়িত মাছ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তুলে দেশি ও উন্নত জাতের মাছের উৎপাদন বাড়ানো হবে। একই সঙ্গে শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। যুবসমাজকে মৎস্য খাতে যুক্ত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএফএফইএ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ তরিকুল ইসলাম জহির।

বিএফএফইএ’র ভাইস প্রেসিডেন্ট শেখ কামরুল আলমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোল্যা খায়রুল ইসলাম, জিএম কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল, জেলা বিএনপির সদস্য শেখ আঃ রশিদ, রূপসা উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, ডিএফএফই’র ডাইরেক্টর শফিউল্লাহ খান মিলন, এ্যাপেলো সী ফুডের এমডি আইনুল ইসলাম, ইন্টারন্যাশনাল সী ফুডের ডাইরেক্টর নুরুল ইসলাম, জেমিনি সী ফুডের জিএম মাহমুদ রিয়াদ, ফ্রেস ফুড লিমিটেডের জিএম মোঃ শফিকুর রহমান, সালাম সী ফুডের রিসিভ ইনচার্জ আবু হানিফ মল্লিক, রুমেজো ফুড লিমিটেডের নাজমুল হুদা চৌধুরী এবং খুলনা জেলা বিএনপির সদস্য রিয়াজুল ইসলাম। দোয়া মোনাজাত পরিচালনা করেন মুফতি আবুল হাসান হামেদি।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন