প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬

খবর বিজ্ঞপ্তির : খুলনা-২ আসনে বিএনপি’র প্রার্থী ও সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, এবারের নির্বাচন নানা কারণে গুরুত্বপূর্ণ। এবারের নির্বাচনটা হবে ব্যাতিক্রম। বিগত তিনটি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। সে কারণে মানুষ ভোট দেয়ার জন্য অধির আগ্রহে বসে আছে এবং আমরাও মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি। যেখানেই যাচ্ছি সেখানেই মানুষের ঢল নামছে।
আমরা অবাক হচ্ছি, এত মানুষ, এত আনন্দ মুখর পরিবেশ। তারা আসছে প্রার্থীর কাছে, প্রার্থীর সঙ্গে কথা বলতে চায়। জানাতে চায় তাদের অভিযোগের কথা। তারা যে পরিবর্তনটা চায়, সেটাই আমাদের জানাতে চায়। এবারের নির্বাচন উৎসব মুখর হবে, সুন্দর হবে। নির্বাচন নিয়ে কারও কোন অভিযোগ নেই, নির্বাচনী পরিবেশ খুবই ভাল। নির্বাচন কমিশন ও প্রশাসন সবাই ভাল কাজ করছে, আমরা চাই নির্বাচনের আগ পর্যন্ত সবাই ভাল কাজ করুক। এভাবে এগোলে আমরা একটা সুন্দর নির্বাচন উপহার পাব। জনগন উন্নয়ন চায়, নিরাপত্তা চায়, আমরা এসব বিষয় নিয়ে কাজ করছি।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় নগরীর শেরে বাংলা রোড গল্লামারী এলাকায় এবং বেলা সাড়ে ১১টায় ২৫নম্বর ওয়ার্ডের বানরগাতি বাজার এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন। সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু আরও বলেন, শুধু ভোট দিলেই চলবে না, সবাইকে ভোট কেন্দ্রে আনতে হবে। দেশের সমস্যার সমাধান করতে হলে নির্বাচনে ধানের শীষকে জেতাতে হবে। দেশটা আমাদের সকলের, সকল ধর্মের লোক এক সাথে থেকে আমাদের দেশটা গড়তে হবে। এই দেশই আমাদের প্রথম এবং শেষ ঠিকানা।
গণসংযোগ ও লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, হাসানুর রশিদ মিরাজ, মাহবুব হাসান পিয়ারু, আল জামাল ভূঁইয়া, একরামুল হক হেলাল, শের আলম সান্টু, মুজিবর রহমান, নিয়াজ আহমেদ তুহিন, মুজিবর রহমান ফয়েজ, শামসুজ্জামান চঞ্চল, শমসের আলী মিন্টু, মনিরুজ্জামান মনির, মোস্তফা কামাল, কামরুজ্জামান রুনু, শরিফুল ইসলাম বাবু, জামাল উদ্দিন, আব্দুল মতিন, আনিসুর রহমান আরজু, বাচ্চু মীর, খায়রুল ইসলাম লাল, সিদ্দিকুর রহমান, রিয়াজুর রহমান, মাহবুব হোসেন, শেখ আদনান, শরিফুল ইসলাম সাগর, মাজেদা খাতুন।