২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ১১:২৫

শিরোনাম
আইনশৃঙ্খলা ও দুর্নীতি নিয়ন্ত্রণে বিএনপি অগ্রাধিকার দেব : তারেক রহমান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে “সিটিজেন ভয়েস এন্ড একশন” বিষয়ক প্রারম্ভিক সভা অনুষ্ঠিত খুলনা মহানগরীর ২৮নং ওয়ার্ডে ওয়ার্ল্ড ভিশন বাংলদেশ এর আয়োজনে লার্নিং রুটস/শিখন শিকড় কেন্দ্রের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে “হসপিটালিটি ম্যানেজমেন্ট ও কুলিনারি আর্টস” এর উপর কেরিয়ার কাউন্সিলিং এবং সহযোগি সংগঠনের সাথে মতবিনিময় সভা খুলনায় কারিগরি শিক্ষায় বেকার ও প্রতিবন্ধী যুবদের সম্পৃক্তকরণ ও উদ্বুদ্ধকরণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত খুলনায় ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখীকরণ বিষয়ক সচেতনতা সভা করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনার লবণচরায় পিওর আর্থ এর সীসা দূষণ সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত খুলনা মহানগরীতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র “ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখীকরণ বিষয়ক সংলাপ” মোংলা বন্দরের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সকল ধর্ম-বর্ণের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে-ফরিদুল ইসলাম

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬

  • শেয়ার করুন

রামপাল : বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) সংসদীয় আসনে বিএনপি দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, সকল ধর্ম-বর্ণের মানুষের জন্য সর্বাগ্রে নিরাপত্তা নিশ্চিত করা হবে। সকল মানুষ রাষ্ট্রের সকল অধিকার নির্ভীঘ্নে ভোগ করবেন। কোন কারো প্রতি বৈশম্যমুলক আচারণ করা হবে না।

নারীদের কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা ও বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান কাজ করছে বিএনপি। তিনি আরো বলেন, আমরা আপনাদের পাশে আছি। গত ২০ বছর ধরে আপনাদের সবা করার চেষ্টা করছি। আগামীতেও আপনাদের সেবা করবো ইনশাল্লাহ।

জুলাই বিপ্লবের পরে ৪ দিন দেশে কোন সরকার ছিল না। আমাদের নেতাকর্মীর আপনাদের পাশে থেকেছে। হিন্দু সম্প্রদায় এই অধ্যুষিত জনপদে আপানারা আপনাদের সন্তানদের নিয়ে এখানে জীবনযাপন করবেন। তারেক রহমানের নেতৃত্বে আগামীতে সরকার গঠন করা হলে আমরা মোংলা বন্দরকে আধুনিকায়ন, ইপিজেড সচল, কর্মসংস্থান সৃষ্টি করে বেকারত্ব দূর করা হবে। আপানারা আমাকে সমর্থন দিবেন সেই প্রত্যাশা করছি। আমি আপনাদের সাথে আছি, সাথে থাকবো ইনশাআল্লাহ। আপনাদের মূল্যবান ভোট দিয়ে পাশে থাকবেন, এজন্য সবার সহযোগীতা কামনা করছি।

শনিবার (২৪ জানুয়ারি) বিকাল ৪টায় রামপাল উপজেলার হুড়কা ইউনিয়নের ঝলমলিয়া দিঘীর পাড়ে ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভায় এসব কথা বলেন শেখ ফরিদুল ইসলাম।

হুড়কা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রচারণা সভায় প্রধান অথিতির বক্তব্য দেন বিএনপি দলীয় মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। হুড়কা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমীন গোলদারের সঞ্চালনায় বিশেষ অথিতির বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাবু, মোংলা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ রুস্তুম আলী, রামপাল উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুমা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্টে সহ সাংগঠনিক সম্পাদক সুব্রত মজুমদার, হুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাওলাদার মুজিবর রহমান, ছাত্র মোহাইমিনুল ইসলাম তালহা, মৎস্যজীবি দলের সভাপতি মোঃ সাইদুর রহমান, উপজেলা সেচ্ছাসেব যুবদলের সদস্য সচিব মোঃ মাজহারুল ইসলাম ইয়ামিন, উপজেলা যুবদলের সভাপতি মল্লিক জিয়াউল হক জিয়া, সদস্য সচিব আলমগীর কবির বাচ্চু, বলরাম কৃষ্ণ মন্ডল, আশীষ মন্ডল, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মোল্লা তরিকুল ইসলাম শোভন প্রমুখ।

সভায় হুড়কা ইউনিয়নের সকল ওয়ার্ডের বিপুল সংখ্যক নারীপুরুষ ও নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রধান অথিতির বক্তব্যে সংসদ সদস্য পদপ্রার্থী শেখ ফরিদুল ইসলাম তার বক্তব্যে বলেন, বাগেরহাট-৩ আসনের জনগণ দীর্ঘদিন ধরে উন্নয়ন ও ন্যায়বিচার থেকে বঞ্চিত। আমি নির্বাচিত হলে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া, কর্মসংস্থান সৃষ্টি এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করব। তিনি সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন