১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,সকাল ১০:১৮

শিরোনাম
খুলনায় ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখীকরণ বিষয়ক সচেতনতা সভা করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনার লবণচরায় পিওর আর্থ এর সীসা দূষণ সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত খুলনা মহানগরীতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র “ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখীকরণ বিষয়ক সংলাপ” মোংলা বন্দরের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন খুলনায় ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা’ শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত ব্যাংকিং সেক্টরে এস আলমের একচ্ছত্র নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠাসহ ৫ দফা দাবিতে খুলনায় সংবাদ সম্মেলন খুলনার তেরখাদায় নৌবাহিনীর অভিযানে অবৈধ কারেন্ট জাল ও চায়না দোয়ারী জাল আটক খুলনা মহানগরীর ১ ও ২৫নং ওয়ার্ডকে শিশুশ্রমমুক্ত ঘোষণা

খুলনায় কারিগরি বৃত্তিমূলক শিক্ষায় প্রতিবন্ধী যুবদের সম্পৃক্তকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৫

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক:
খুলনায় প্রতিবন্ধী যুবদের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের সাথে সম্পৃক্তকরণ বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এশিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এবং ওয়ার্ল্ড ভিশনের অন্তর্গত খুলনা শহর এরিয়া প্রকল্প-২ এর যৌথ উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় নগরীর গল্লামারীস্থ হোপ পলিটেকনিক ইনস্টিটিউটের সভাকক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর প্রোগ্রাম ম্যানেজার সুরভী বিশ্বাস।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, এশিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের উপ-পরিচালক মোঃ মশিউর রহমান, সিনিয়র প্রশিক্ষক মোঃ মানিক রহমান ও প্রশিক্ষক মোঃ মাহমুদ হাসান। এছাড়াও কর্মশালায় প্রতিবন্ধী যুবক-যুবতী, তাঁদের অভিভাবক এবং বিভিন্ন সমমনা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সুরভী বিশ্বাস বলেন, প্রতিবন্ধী, পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীদের দক্ষ মানবসম্পদে পরিণত করতে বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের অর্থায়নে ‘এ্যাসেট’ প্রকল্পের আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পের আওতায় সম্পূর্ণ স্পেশাল ব্যাচে তিন মাস মেয়াদী বিভিন্ন ট্রেড কোর্সে ভর্তির লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়। তিনি আরও জানান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ইতোমধ্যে ১২০ জন প্রতিবন্ধী যুব’কে ট্রেড কোর্সে ভর্তির সংযোগ স্থাপন করেছে এবং তাঁদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

বিশেষ অতিথির বক্তব্যে মোঃ মশিউর রহমান বলেন, প্রশিক্ষণ কোর্সগুলোর মধ্যে রয়েছে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্যান্স, মোবাইল সার্ভিসিং, সুইং মেশিন অপারেশন, কম্পিউটার অপারেশন ও আইটি সাপোর্ট সার্ভিস। এসব কোর্সের মাধ্যমে প্রতিবন্ধী যুবদের দক্ষ করে গড়ে তুলে দেশের বোঝা নয়, বরং সম্পদে পরিণত করা হবে। তিনি আরও জানান, কোর্স সম্পন্ন শেষে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে বৃত্তি প্রদান করা হবে। বছরজুড়ে চারটি ব্যাচে মোট ৫০০ জন প্রতিবন্ধী যুবকে প্রশিক্ষণ প্রদানের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

কর্মশালায় জানানো হয়, প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য আগ্রহীদের অবশ্যই জেএসসি বা এসএসসি পাশ হতে হবে এবং বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে।

কর্মশালার শেষে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয় এবং প্রশিক্ষণ কার্যক্রমের সার্বিক দিক নিয়ে আলোচনা করা হয়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন