প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৫
কয়রা প্রতিনিধি : বাংলাদেশে ন্যায়ভিত্তিক শাসন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে আগামী নির্বাচনে জামায়াতে ইসলামী সরকারের সম্ভাবনাকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
শনিবার (১১ অক্টোবর) বিকেল ৩টায় কয়রা কপোতাক্ষ কলেজ মাঠে ছাত্র-যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যদি ২০২৬ সালের জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামী সরকার গঠন করতে পারে, তবে এই দেশে হিন্দু সম্প্রদায় সবচেয়ে নিরাপদে থাকবে।
গোলাম পরওয়ার আরও বলেন, আগে দেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল, এবার সময় এসেছে সুশাসনের বিপ্লব ঘটানোর। ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য রয়েছে, যা বজায় থাকলে অন্য দলগুলো ইতিহাসের পাতায় মিলিয়ে যাবে।
ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ভোটকেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতীক দেখার সঙ্গে সঙ্গে বলুন বিসমিল্লাহ দাঁড়িপাল্লা, সিল মারার সময় বলুন আলহামদুলিল্লাহ দাঁড়িপাল্লা, আর ভোট শেষে বলুন ‘মাশাআল্লাহ দাঁড়িপাল্লা’। এভাবেই আমরা পরিবর্তনের বিপ্লব আনব।
জামায়াত রাষ্ট্রক্ষমতায় গেলে কোনো নেতা সরকারি প্লট, গাড়ি বা বিশেষ সুবিধা গ্রহণ করবেন না বলে ঘোষণা দেন গোলাম পরওয়ার। তিনি অন্য দলগুলোকেও একই প্রতিশ্রুতি দিতে চ্যালেঞ্জ জানান।
তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলের অভ্যন্তরে যেমন আলোচনা চলছে, তেমনি ইসলামী দলগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রার্থী নির্ধারণের কাজও চলছে। এই ঐক্যের মাধ্যমে চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও দখলবাজদের নির্বাচনে অংশগ্রহণ রোধ করা হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৬ (কয়রা–পাইকগাছা) আসনের মনোনীত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দামসহ অন্যান্য স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।